বচসা থামাতে এসে ধারালো অস্ত্রের কোপ! নিজের দোকানের সামনেই রক্তস্রোত... লুটিয়ে পড়লেন মিষ্টি ব্যবসায়ী!

Last Updated:

শিলিগুড়ির মাদানি বাজারে মিষ্টি ব্যবসায়ী বিদ্যুৎ দাসকে খুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বিক্রম সরকারকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বচসা থামাতে এসেছিলেন, ধারালো অস্ত্র ফুঁড়ে দিল পেট! দোকানের সামনেই লুটিয়ে পড়লেন মিষ্টি ব্যবসায়ী! (প্রতীকী ছবি)
বচসা থামাতে এসেছিলেন, ধারালো অস্ত্র ফুঁড়ে দিল পেট! দোকানের সামনেই লুটিয়ে পড়লেন মিষ্টি ব্যবসায়ী! (প্রতীকী ছবি)
শিলিগুড়ি: দিনের আলোয় প্রকাশ্যে মিষ্টি ব্যবসায়ীকে খুন করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মাদানি বাজারে। বুধবার ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম বিদ্যুৎ দাস।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কিশোরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত যুবক বিক্রম সরকার। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে, তা থামাতে এগিয়ে আসেন বিদ্যুৎবাবু। কিন্তু আচমকা ছুরির আঘাত হানে অভিযুক্ত। পুলিশের দাবি, প্রথমে গলা চেপে ধরে ব্যবসায়ীকে, তারপর পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয় সে। বিদ্যুৎবাবু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিজের দোকানের সামনেই।
advertisement
advertisement
তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বিক্রম সরকারকে ধরে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে এনজেপি থানার পুলিশ তাকে হেফাজতে নিয়ে জেরা চালাচ্ছে।
advertisement
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার মানুষজন আতঙ্কিত, মাদানি বাজার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।
Generated image বচসা থামাতে এসে ধারালো অস্ত্রের কোপ! নিজের দোকানের সামনেই রক্তস্রোত... লুটিয়ে পড়লেন মিষ্টি ব্যবসায়ী!
বচসা থামাতে এসে ধারালো অস্ত্রের কোপ! নিজের দোকানের সামনেই রক্তস্রোত… লুটিয়ে পড়লেন মিষ্টি ব্যবসায়ী!
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বচসা থামাতে এসে ধারালো অস্ত্রের কোপ! নিজের দোকানের সামনেই রক্তস্রোত... লুটিয়ে পড়লেন মিষ্টি ব্যবসায়ী!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement