Sukanta Majumdar: অভিষেকের নির্দেশে সুকান্তর ফোন নম্বর পাবলিক! ‘বুমেরাং' হল, অভিষেককে নিশানা করে খোঁচা সুকান্ত মজুমদারের 

Last Updated:

আর এর কিছুক্ষণ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো তাঁকে ফোন করেছিলেন হুগলির এক সাধারণ মানুষ৷ কিন্তু, টাকা চাওয়া নয়, উল্টে অনুরোধ করে বলেছেন যে, ‘কেন্দ্র যেন কোনও অবস্থাতেই রাজ্যকে টাকা না দেয়৷ তাহলেই ফের চুরি করবে তৃণমূলীরা।’

কলকাতা: কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনা আদায় করতে বিজেপির উপরে চাপ সৃষ্টির নতুন ‘কৌশল’ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনের সামনে তৃণমূলের ধর্নামঞ্চে গত শনিবার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ব্যক্তিগত ফোন নম্বর৷ এর কয়েক ঘণ্টা পরেই অবশ্য সুকান্ত মজুমদার তৃণমূলকে নিশানা করে দাবি করলেন, ‘আমার ফোন নম্বর পাবলিক করে ব্যুমেরাং হল’। বিজেপি নেতা কেন বললেন এই কথা?
১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে গত ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি পালন করেছে তৃণমূল৷ সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়াদৌড়ি হচ্ছে চুরি করার টাকা যেন কেন্দ্র দেয়। চুরি করতে আমরা দেব না। চুরি বন্ধ করুন। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে। টাকা চলে আসবে। চিন্তার কিছু নেই।’’
advertisement
আরও পড়ুন: এবার কি শরতের ঝকঝকে আকাশের দেখা মিলবে? নাকি সেই ঘূর্ণাবর্তের কালো মেঘ! দেখে নিন লেটেস্ট ওয়েদার আপডেট
শনিবার রাজভবনের সামনের ধর্না মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের সেই মন্তব্যকেই হাতিয়ার করেন অভিষেক৷ বিজেপি-র রাজ্য সভাপতি জব কার্ড হোল্ডারদের বকেয়া চাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘‘সুকান্ত নিজে বলেছেন, আমি ফোন করে দেব টাকা চলে আসবে। যাঁদের টাকা আটকে রেখেছেন, তাঁদের অনুরোধ করব সুকান্ত মজুমদারের ফোন নম্বরে সবাই ফোন করুন। কেউ কু’কথা বলবেন না। বলুন, আপনার এত ক্ষমতা আমরা জানতামই না। আমাদের দু’বছর ধরে বেতন বন্ধ। আপনি টাকাটা আনিয়ে দিন ফোন করে।’’
advertisement
advertisement
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘অভিষেক আমার নম্বর পাবলিক করেছেন ভাল কথা। তার আগে নিজের নম্বরটা পাবলিক করুন। অভিষেককে বলব নিজের পার্সোনাল নম্বরটা দিয়ে দিতে। তৃণমূল কর্মীরা যেন মামলার খরচ পায়।’’
আরও পড়ুন: পুজোর আগেই তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ! এই তিন রাশি দু’হাতে রোজগার করবে টাকা
আর এর কিছুক্ষণ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো তাঁকে ফোন করেছিলেন হুগলির এক সাধারণ মানুষ৷ কিন্তু, টাকা চাওয়া নয়, উল্টে অনুরোধ করে বলেছেন যে, ‘কেন্দ্র যেন কোনও অবস্থাতেই রাজ্যকে টাকা না দেয়৷ তাহলেই ফের চুরি করবে তৃণমূলীরা।’
advertisement
সেই কথোপকথনের অডিও ক্লিপও প্রকাশ্যে আনেন সুকান্ত৷ যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ার ট্যাগ করে তাঁকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমার ফোন নম্বর পাবলিক করে ব্যুমেরাং হল’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sukanta Majumdar: অভিষেকের নির্দেশে সুকান্তর ফোন নম্বর পাবলিক! ‘বুমেরাং' হল, অভিষেককে নিশানা করে খোঁচা সুকান্ত মজুমদারের 
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement