Jalpaiguri News: কলা গাছের থোড় দিয়ে অরগ্যানিক স্যানিটারি প্যাড বানিয়ে চমকে দিল স্কুল পড়ুয়ারা!
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক দিকে দাম, অন্য দিকে লজ্জা, সঙ্কোচে পিছিয়ে আসেন। তাদের জন্যই জলপাইগুড়ির ভোটপট্টীর ছাত্রীরা নিল অভিনব উদ্যোগ।
জলপাইগুড়ি: জলপাইগুড়ির ভোটপট্টীর ছাত্রীরা নিল এক অভিনব উদ্যোগ। অল্প টাকায় মিলবে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড। হিন্দি সিনেমা প্যাডম্যান সিনেমায় মেয়েদের পিরিয়ড নিয়ে সচেতনতা মূলক বার্তা দিয়েছিলেন মুখ্য চরিত্রে অক্ষয় কুমার।
পাশাপাশি সকলের সাধ্যের মধ্যে আনার উদ্দ্যেশ্যে কম পয়সায় প্যাড বিলি করলেও বাস্তবের প্যাডম্যান কোথায়? তবে বাস্তবে মাত্র ৫ টাকার বিনিময়ে অরগ্যানিক উপায়ে প্যাড প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ি শহরের ভোটপট্টী হাই স্কুলের মেয়েরা।
advertisement
advertisement
ক্যেমিক্যাল নয় বরং পরিবেশবান্ধব জিনিস দিয়েই ওরা তৈরি করেছে এই প্যাড। মূলত ফেলে দেওয়া কলা গাছের থোঁড় দিয়ে তৈরি হয়েছে এই প্যাড। খরচ পড়ছে মাত্র ৩টাকা। এখন ভাবছেন কলা গাছের থোড় দিয়ে স্যানিটারি প্যাড কিভাবে তৈরি হয়? তা হলে জানুন, কলা গাছের থোড়, নিম পাতা বাটা, ডেটল, কাঁচা হলুদ এবং স্বল্প পরিমাণে কাপড় দিয়ে বাড়িতেই তৈরি হয়েছে প্যাড।
advertisement
স্কুলের ছাত্র-ছাত্রীদের কথায়, “এখনও অনেকেই বহু মূল্যের নামিদামি কোম্পানির প্যাড কিনতে পারেন না। আমাদের বানানো প্যাড মাত্র ৫ টাকার বিনিময়ে পৌঁছে যাবে প্রতিটি ঘরে।” বিশেষ করে চা বাগান এলাকার মহিলাদের জন্য এটি সত্যিই একটি সুখবর।
advertisement
জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে পরিবেশবান্ধব এই প্যাড প্রদর্শন করল ভোট পট্টি স্কুলের ছাত্রীরা। এতে উপকৃত হবেন বহু মহিলারা। ছাত্রীদের এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2024 7:41 PM IST









