ফের কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের, এবার সি৩ ও সি৬ কোচের জানলায় ফাটল
- Published by:Rukmini Mazumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দুপুর দেড়টা নাগাদ, যখন ট্রেনটি এনজিপির দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়
#শিলিগুড়ি: ফের কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের! এবার সি৩ ও সি৬ কোচের জানলায় ফাটল। রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫.৫৭ নাগাদ দেখা যায় সি৩ ও সি৬ কোচের জানলায় পাথর ছোড়ার দাগ। দাগ দেখে স্পষ্ট, বাইরে থেকে ট্রেনের কামরার জানলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
তদন্তে জানা যায়, দুপুর দেড়টা নাগাদ, যখন ট্রেনটি এনজিপির দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
সন্ধ্য়ায় মালদহ জেলার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রেলের তরফে জানানো হয়েছে, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
advertisement
advertisement
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কর্মসূচিতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয়েছে এই ট্রেনে। প্রথম দিনেই শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না-পারার মতো পরিষেবাগত একাধিক অভিযোগ উঠেছে।
২৮ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় তিন বছরের এক শিশু। তিন বছর বয়সী মেয়েটি বাবার সঙ্গে রেললাইন পার হচ্ছিল। সেই সময় বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে তাকে। হিমাচলপ্রদেশের উনা থেকে দিল্লিগামী বন্দে ভারস এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় তিন বছরের শিশুটি। বাবা লাইন পার হয়ে গেলেও মেয়েটি পারেনি। এর আগে গুজরাটের আনন্দের কাছে বিয়াট্রিস আর্চিবল্ড পিটার নামে এক মহিলা বন্দে ভারতের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন। এবার তিন বছরের শিশু প্রাণ হারাল দ্রুত গতির এই ট্রেনের ধাক্কায়। ভারতীয় রেলের পরিসংখ্য়ান বলছে. গত কয়েক মাসে ৮ বার গবাদি পশুর সঙ্গে ধাক্কা লেগেছে বন্দে ভারত এক্সপ্রেসের। তবে এই ট্রেনের ধাক্কায় এই নিয়ে দুবার দুজন মানুষ প্রাণ হারাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 10:27 PM IST