Child found at Railway Track: রেল লাইনের ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ! ব্যাপক চাঞ্চল্য
- Reported by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Child found at Railway Track: লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে।
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
বুধবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংলগ্ন রেললাইনের ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। স্থানীয়রা বলেন, দেহটি পুত্র সন্তানের। মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2025 2:10 PM IST








