Child found at Railway Track: রেল লাইনের ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ! ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

Child found at Railway Track: লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
বুধবার সকালে মালদা মেডিক‍্যাল কলেজ হাসপাতালে সংলগ্ন রেললাইনের ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। স্থানীয়রা বলেন, দেহটি পুত্র সন্তানের। মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child found at Railway Track: রেল লাইনের ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ! ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement