মেশিন থেকেই বিস্ফোরণ মালদহের সুজাপুরে, ইঙ্গিত ফরেনসিক বিশেষজ্ঞ দলের

Last Updated:

এদিন প্রায় আড়াই ঘণ্টা ধরে ঘটনাস্থলে তদন্তের কাজ চালান ফরেনসিক বিশেষজ্ঞরা।

#মালদহ: সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্কোরণের পিছনে রয়েছে মেশিনের যান্ত্রিক ত্রুটি। শনিবার রাতের পর রবিবার দুপুরেও দীর্ঘক্ষণ তদন্তের পর তেমনই ইঙ্গিত ফরেনসিক বিশেষজ্ঞদের। তবে, ঠিক কি কারণে মেশিনে বিস্ফোরণ? কেনই বা এত তীব্রতা? এসব পুরোপুরি নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। ল্যাবরেটরিতে সেসব পরীক্ষার পরে নিশ্চিত সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ দলের প্রধান চিত্রাক্ষ সরকার।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদহের সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের পরপরই এলাকায় প্রাথমিক তদন্তের পর জেলা পুলিশ জানিয়েছিল, মেশিন থেকে বিস্ফোরণের ঘটনা হয়ে থাকতে পারে। এদিন প্রাথমিক তদন্তের পর কার্যত পুলিশের মতের পক্ষেই ইঙ্গিত ফরেনসিক দলের। বিস্ফোরণের  পরপরই সুজাপুরে ফরেনসিক বিশেষজ্ঞ দল তলব করা হয়।
advertisement
advertisement
শনিবার রাতে সুজাপুরে এসে ঘটনাস্থলে প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষা করেন বিশেষজ্ঞরা। রাতেই সুজাপুরের জামিরঘাটা এলাকায় একই ধরণের অন্য একটি প্লাস্টিক কারখানায় গিয়ে "কাটিং মেশিন" চালিয়ে দেখেন বিশেষজ্ঞরা। এরপর আজ দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ ফরেনসিক বিশেষজ্ঞরা ফের এলাকায় যান। এদিন প্রায় আড়াই ঘণ্টা ধরে ঘটনাস্থলে তদন্তের কাজ চালান ফরেনসিক বিশেষজ্ঞরা। এদিকে তদন্তের সময় যন্ত্রাংশ পরীক্ষা করতে গেলে আচমকা আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর তড়িঘড়ি গায়ের পিপিই কিট বদল করেন বিশেষজ্ঞ। যদিও বিষয়টিকে আভ্যন্তরীণ তদন্ত বলে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার।
advertisement
সেবক দেবশর্মা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মেশিন থেকেই বিস্ফোরণ মালদহের সুজাপুরে, ইঙ্গিত ফরেনসিক বিশেষজ্ঞ দলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement