SSC Scam: শুধু তৃণমূল নেতারাই নন, SSC-র অযোগ্য তালিকায় এবার বিজেপির 'বড়' নেতার ভাই! কে সেই নেতা জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:

SSC Scam: পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা অনেক নেতা নেত্রী বা তাঁদের আত্মীয়রাই অযোগ্য হিসেবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছে এসএসসি৷

কোন নেতার ভাই অযোগ্য তালিকায়?
কোন নেতার ভাই অযোগ্য তালিকায়?
চঞ্চল মোদক, ইসলামপুর: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দাগি বা অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৬ জন ‘দাগি’ প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত হয়েছে তালিকায়। ইতিমধ্যে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরাই শুধু নয়, তাঁদের আত্মীয় পরিজনদের নামও রয়েছে বলে খবর৷
advertisement
পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা অনেক নেতা নেত্রী বা তাঁদের আত্মীয়রাই অযোগ্য হিসেবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছে এসএসসি৷ তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এই তালিকা প্রকাশের পর স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল৷ তবে, সেই অযোগ্য তালিকাতে রয়েছেন বিজেপি নেতার পরিবারের সদস্যরাও।
advertisement
advertisement
অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপি নেতা অসীম কুমার মৃদ্ধার ভাই অনুপ কুমার মৃদ্ধার নাম। তিনি ইসলামপুর ব্লকের ধনতলা হাইস্কুলের শিক্ষক ছিলেন। অনুপ কুমার মৃদ্ধার দাদা অসীম কুমার মৃদ্ধা উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি পদে রয়েছে। অযোগ্য শিক্ষকদের তালিকার মধ্যে ১১২ নম্বরে নাম রয়েছে এই বিজেপি নেতা ভাইয়ের। যদিও এ নিয়ে এখনও বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
এদিকে, তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ রয়েছেন অযোগ্য শিক্ষকের তালিকায়! সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এসএসসি-র অযোগ্য শিক্ষকের তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন। এসএসসি-র প্রকাশ করা অযোগ্য তালিকায় দাগি হিসেবে চিহ্নিত হওয়া ১৮০৬ জনের মধ্যে নাম রয়েছে কুহেলি ঘোষের। সেই তালিকা প্রকাশ হতেই মুখ খুলেছেন তিনি। তিনি জানিয়েছেন আগামী সোমবার কলকাতা হাইকোর্টে ফের মামলা করবেন।
advertisement
অযোগ্য শিক্ষকদের তালিকায় চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নামও আছে। রোশনারা বেগম চোপড়ার কালিগঞ্জ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। ওই তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নামও রয়েছে৷ তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম সিনিয়র এই বিধায়কের পুত্রবধূর নাম৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
SSC Scam: শুধু তৃণমূল নেতারাই নন, SSC-র অযোগ্য তালিকায় এবার বিজেপির 'বড়' নেতার ভাই! কে সেই নেতা জানেন? চমকে উঠবেন শুনে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement