Dilip Ghosh News: বিজেপিতে বড় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ? ফের ফিরছেন স্বমহিমায়! দিল্লিতে শমীক, হতে চলেছে বিরাট সিদ্ধান্ত!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh News: এবার দিল্লির নেতারা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের রাজ্য কমিটি কিংবা অন্যান্য কমিটিতে আসন দেন কিনা, সেটাই দেখার।
কলকাতা: শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির দায়িত্বভার নেওয়ার পর রাজ্য বিজেপির কমিটিকে নতুন করে তৈরির ভাবনা আগেই প্রকাশ্যে এসেছে। বঙ্গ পদ্ম শিবিরের রাজ্য কমিটি, কোর কমিটি, জেলা কমিটি সহ একাধিক মোর্চাগুলিকেও নতুনভাবে সাজানো হতে পারে। সে কারণেই তড়িঘড়ি নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে দিল্লি পাড়ি দিয়েছেন রাজ্য সভাপতি শমীক।
advertisement
তবে রাজনৈতিক মহলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন দিলীপ ঘোষ কি ফিরতে পারেন রাজ্য কমিটিতে? কিংবা দলের অন্য কোনও সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হতে পারেন দিলীপ? যদিও দিলীপ ঘোষ প্রসঙ্গে রাজ্য সভাপতি সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব সকলেরই একই মত, দিলীপ ঘোষ সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
তবে এবার দিল্লির নেতারা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ফের রাজ্য কমিটি কিংবা অন্যান্য কমিটিতে আসন দেন কিনা, সেটাই দেখার। শেষবার রাজ্য বিজেপির সল্টলেক দফতরে শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ বলেছিলেন, তাঁর এখনও 'মার্কেটে' দাম আছে। দলীয় পদ নেই, সাংসদ পদও গিয়েছে ২০২৪ সালে। তবু যে তিনি বাংলার রাজনীতি থেকে প্রাসঙ্গিকতা হারাননি, তা বুঝিয়ে দিয়েছেন বারবার।
advertisement
advertisement
advertisement