North Dinajpur News: রক্তবর্ণ পুতুল, গায়ে ফোটানো অজস্র সূচ! কালো জাদুর আতঙ্কে এলাকাবাসী? আসল ঘটনা জানলে অবাক হবেন
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
বাড়ির পাশেই পড়ে আছে একটি রক্তবর্ণ পুতুল। পুতুলের গায়ে ফোটানে অজস্র সূচ
উত্তর দিনাজপুর: বাড়ির পাশেই পড়ে আছে একটি রক্তবর্ণ পুতুল। পুতুলের গায়ে ফোটানে অজস্র সূচ। বিষয়টি জানা জানি হতেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জের বিননগর এলাকার তিনমাথা মোড়ে সম্পা সরকারের বাড়ির সামনে।
পুতুলের গায়ে ফোটানে সূচ দেখে তা ‘কালো জাদু’ বা ব্ল্যাক ম্যাজিকের জন্য রাখা বলে ধারণা হয় সাধারণ মানুষের। এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে ওই পুতুল কারও ক্ষতির জন্য রাখা হয়েছে বলে মনে করেন তাঁরা।
আরও পড়ুন: নতুন বছর উদযাপনে এ কেমন কাণ্ড? হাড়কাঁপানো ঠান্ডায় জলে ২ হাজারেরও বেশি ডুব দিলেন ব্যক্তি
advertisement
advertisement
খবর পেয়ে সেই এলাকায় ছুটে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। সংস্থার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, আতঙ্কের কোন কারণ নেই এটি একটি নিছক সাধারণ কোন ঘটনামাত্র। এর সঙ্গে কালো জাদুর কোনও সম্পর্ক নেই।
এই ধরনের কুসংস্কারে কবলে পড়ে বিভিন্ন সময় নিজেদের আশেপাশে কোনওরকম ঘটনা ঘটলে এখন অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং তান্ত্রিক ও ওঝার কাছে ছুটে যান। যদিও কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মত অলৌকিক ঘটনা নিয়ে বিজ্ঞান মঞ্চ থেকে বারবার মানুষকে সচেতন করা হয় তবুও একশ্রেণীর মানুষ এখনও এগুলির উপর বিশ্বাস করে থাকেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 4:57 PM IST