Viral Artist: বিশেষ ভাবে সক্ষম, দুর্দান্ত ট্যালেন্ট, যুবকের প্রতিভায় মুগ্ধ সকলে, জানেন কী করেন?

Last Updated:

Viral Artist: মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙা এলাকায় এক যুবকের ছোট বয়স থেকে ছবি আঁকার শখ। তবে হাত দিয়ে ছবি আঁকে না সে। সে ছবি আঁকে পা দিয়ে। যুবকের এই পা দিয়ে আঁকা ছবি দেখে মুগ্ধ বহু মানুষ।

+
ছবি

ছবি আঁকতে ব্যস্ত যুবক

ঘোকসাডাঙা: মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙা এলাকায় এক যুবকের ছোট বয়স থেকে ছবি আঁকার শখ। তবে হাত দিয়ে ছবি আঁকে না সে। সে ছবি আঁকে পা দিয়ে। যুবকের এই পা দিয়ে আঁকা ছবি দেখে মুগ্ধ বহু মানুষ। যুবক ছোট থেকেই বিশেষ ভাবে সক্ষম। আড়াই বছর বয়সে তার বাবা মারা যান। ফলে তখন থেকেই পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। পরিবারে রয়েছেন তাঁর মা, এক দিদি এবং তার মাসতুতো ভাই।
ছবি আঁকার প্রতিভার বিষয়ে যুবক তীর্থ সরকার জানান, “ছোট থেকে বাড়ির পাশের দাদাকে দেখে ছবি আঁকার প্রতি আগ্রহ শুরু তাঁর। তারপর এলাকার এক দাদা দেবাশীষ দে সরকার তাঁকে বিনামূল্যে ছবি আঁকা শিখিয়েছেন। আজও সেই দাদা তাঁকে বিভিন্ন সময় ছবি আঁকার বিষয়ে সাহায্য করে থাকেন। যদিও পা দিয়ে ছবি আঁকতে বেশ অনেকটাই সময় লাগে। তবে তাঁর আঁকা ছবি যখন মানুষের পছন্দ হয়। তখন তাঁর বেশ ভালই লাগে। ভবিষ্যত দিনে তাঁর ইচ্ছে বড় মাপের ডিজাইনার হওয়ার। তবে পারিবারিক আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা পরিবার।”
advertisement
advertisement
যুবকের মা লজ্জাবতী সরকার জানান, “আড়াই বছর বয়সে তাঁর বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সংসারের আর্থিক অবস্থা ভাল নয়। বিশেষ ভাবে সক্ষম ছেলে, এক মেয়ে এবং বোনের এক ছেলেকে নিয়ে সংসার সামলান তিনি। তবে ছেলের প্রতিভায় সবসময় সহযোগিতা করেন তিনি। আগামীদিনে ছেলে আরও বড় হোক এমনটাই প্রত্যাশা তাঁর।” যুবকের দাদা দীর্ঘ দাস জানান, “মাসতুতো ভাইয়ের এই প্রতিভা সত্যি বহু মানুষের কাছে প্রশংসা কুড়োচ্ছে। তাই পরিবারের সকলে চায় যে ভাই আরও বড় হোক এবং তাঁর স্বপ্ন পূরণ করুক।”
advertisement
বিশেষ ভাবে সক্ষম যুবকের ছবি আঁকার জিনিস যোগান দিতেও অসুবিধায় পড়তে হয় পরিবারের মানুষদের। তবুও কষ্ট করেও পেনসিল, কাগজ ও রং যোগান দেন তাঁরা। সাহায্য করেন তাঁর ছবি আঁকার শিক্ষক দাদা দেবাশীষ দে সরকার। তাঁর আঁকা ছবি বহু মানুষের কাছে অনেকটাই প্রশংসা পাচ্ছে বর্তমানে। তাঁর ছবি আঁকা দেখতে বহু মানুষ আসেন বাড়িতে। বহু মানুষ তাঁর আঁকা ছবি সংগ্রহ করেও নিয়ে যান।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Artist: বিশেষ ভাবে সক্ষম, দুর্দান্ত ট্যালেন্ট, যুবকের প্রতিভায় মুগ্ধ সকলে, জানেন কী করেন?
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement