কিছুটা চিন্তামুক্ত মায়েরা, এনজেপিতে মাতৃদুগ্ধ খাওয়ানোর জন্য পৃথক ঘরের উদ্বোধন

Last Updated:

উত্তর-পূর্ব রেলে কাটিহারের পর এবার এনজেপিতে মাতৃদুগ্ধ খাওয়ানোর পৃথক ঘর৷ 

#পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: দূরপাল্লার যাত্রীদের জন্যে বিশেষ সুবিধা চালু করা হল এনজেপি স্টেশনে। চালু হল  মাতৃদুগ্ধ খাওয়ানোর পৃথক ঘর। চাইল্ড হেল্প ফাউন্ডেশন ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই বিশেষ রুম চালু হয়। সোমবার এর উদ্বোধন করেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম এসকে চৌধুরী। কাটিহারের পর এটাই দ্বিতীয়।
সদ্যোজাতদের নিয়ে মায়েদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় স্টেশনে। ওয়েটিং রুম বা প্ল্যাটফর্মে আর নয় এবার থেকে মায়েরা শিশুদের নিয়ে এই ঘরে যেতে পারবেন। চাইল্ড হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপা কাবাসি জানান, এটা দীর্ঘদিনের প্রয়োজনীয়তার তালিকায় ছিল। সেইমতো রেলের কর্তাদের সঙ্গে কথা বলে করা হল। এতে শিশুদের নিয়ে মহিলা যাত্রীদের অনেকটাই সুবিধা পাবেন। শিশুদের দুধ খাওয়ানোর ক্ষেত্রে সুরক্ষিত জায়গা প্রয়োজন। তাতে মায়েরাও অনেকটাই নিজেদের সুরক্ষিত মনে করেন।
advertisement
advertisement
এর আগে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই ব্যবস্থার উদ্বোধন করে এনবিএসটিসি কর্তৃপক্ষ। এবারে এই পরিষেবা চালু করা হল উত্তর-পূর্ব ভারতের রেল পথের করিডর এনজেপি স্টেশনে। স্টেশনের দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুমের পাশেই তা খোলা হল। এদিন উপস্থিত ছিলেন এনজেপির এডিআরএম এস চিল ওয়ারওয়ার, ডিসিএম প্রশান্ত কুমার, এরিয়া ম্যানেজার আসিফ আলি। রেলকর্তারাও মনে করেন, এই ধরনের স্টেশনগুলিতে পরিষেবা জরুরি। আগামিদিনে উত্তর পূর্বাঞ্চলে অন্য স্টেশন গুলিতেই পৃথক ঘর  চালু হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কিছুটা চিন্তামুক্ত মায়েরা, এনজেপিতে মাতৃদুগ্ধ খাওয়ানোর জন্য পৃথক ঘরের উদ্বোধন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement