কিছুটা চিন্তামুক্ত মায়েরা, এনজেপিতে মাতৃদুগ্ধ খাওয়ানোর জন্য পৃথক ঘরের উদ্বোধন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
উত্তর-পূর্ব রেলে কাটিহারের পর এবার এনজেপিতে মাতৃদুগ্ধ খাওয়ানোর পৃথক ঘর৷
#পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: দূরপাল্লার যাত্রীদের জন্যে বিশেষ সুবিধা চালু করা হল এনজেপি স্টেশনে। চালু হল মাতৃদুগ্ধ খাওয়ানোর পৃথক ঘর। চাইল্ড হেল্প ফাউন্ডেশন ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই বিশেষ রুম চালু হয়। সোমবার এর উদ্বোধন করেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম এসকে চৌধুরী। কাটিহারের পর এটাই দ্বিতীয়।
সদ্যোজাতদের নিয়ে মায়েদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় স্টেশনে। ওয়েটিং রুম বা প্ল্যাটফর্মে আর নয় এবার থেকে মায়েরা শিশুদের নিয়ে এই ঘরে যেতে পারবেন। চাইল্ড হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপা কাবাসি জানান, এটা দীর্ঘদিনের প্রয়োজনীয়তার তালিকায় ছিল। সেইমতো রেলের কর্তাদের সঙ্গে কথা বলে করা হল। এতে শিশুদের নিয়ে মহিলা যাত্রীদের অনেকটাই সুবিধা পাবেন। শিশুদের দুধ খাওয়ানোর ক্ষেত্রে সুরক্ষিত জায়গা প্রয়োজন। তাতে মায়েরাও অনেকটাই নিজেদের সুরক্ষিত মনে করেন।
advertisement
advertisement
এর আগে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই ব্যবস্থার উদ্বোধন করে এনবিএসটিসি কর্তৃপক্ষ। এবারে এই পরিষেবা চালু করা হল উত্তর-পূর্ব ভারতের রেল পথের করিডর এনজেপি স্টেশনে। স্টেশনের দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুমের পাশেই তা খোলা হল। এদিন উপস্থিত ছিলেন এনজেপির এডিআরএম এস চিল ওয়ারওয়ার, ডিসিএম প্রশান্ত কুমার, এরিয়া ম্যানেজার আসিফ আলি। রেলকর্তারাও মনে করেন, এই ধরনের স্টেশনগুলিতে পরিষেবা জরুরি। আগামিদিনে উত্তর পূর্বাঞ্চলে অন্য স্টেশন গুলিতেই পৃথক ঘর চালু হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 8:32 PM IST