QR Scan: আর মুখ খুলতে হবে না ...! এই বিশেষ 'QR' স্ক্যান করেই জানাতে পারবেন অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন শুরু
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
QR Scan: র্যাগিং রুখবে কিউআর ! না না টাকা পেমেন্ট করার কিউআর নয়! বাইরে থেকে দেখলে যেন সবারই চেনা সেই অনলাইন পেমেন্ট কিউআর, কিন্তু বাস্তবে তার কাজ একেবারে আলাদা।
জলপাইগুড়ি: র্যাগিং রুখবে কিউআর! না না টাকা পেমেন্ট করার কিউআর নয়! বাইরে থেকে দেখলে যেন সবারই চেনা সেই অনলাইন পেমেন্ট কিউআর, কিন্তু বাস্তবে তার কাজ একেবারে আলাদা। জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে র্যাগিং প্রতিরোধে অভিনব উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের জন্য চালু হল বিশেষ কিউআর কোড।
কলেজের আনাচে-কানাচে দেওয়ালে সযত্নে লাগানো একটি ছোট্ট কিউআর কোড। যা স্ক্যান করলেই খুলে যাবে অভিযোগ জানানোর ফর্ম।এই কিউআর কোডের মাধ্যমে কলেজ পড়ুয়ারা সরাসরি জানাতে পারবে যদি কেউ তাদের মানসিক বা শারীরিকভাবে হেনস্থা করে। কোথায় ঘটেছে ঘটনা, কে করেছে, কীভাবে হয়েছে – সব ধরনের তথ্য সেখানে জানানো যাবে। অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে একেবারে তৎক্ষণাৎ, এবং অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কলেজ প্রশাসন।
advertisement
advertisement
কলেজের অধ্যক্ষ জানান, ‘ছাত্রদের সুরক্ষা এবং মানসিক স্বস্তির কথা মাথায় রেখেই আমরা এই ডিজিটাল ব্যবস্থা চালু করেছি। মুখে না বলতে পারলেও প্রযুক্তির সাহায্যে তারা যেন তাদের সমস্যার কথা জানাতে পারে, সেটাই লক্ষ্য।’
advertisement
এক ছাত্রের কথায়, ‘সবাই তো আর সরাসরি কথা বলতে পারে না। অনেক সময় ভয় কাজ করে। এই কিউআর কোড আমাদের সাহস দিয়েছে। অন্তত এখন জানাতে পারব, যদি কিছু হয়।’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জেনারেল কলেজগুলোর মধ্যে এই প্রযুক্তি ব্যবহার নজর কেড়েছে অনেকের। ভবিষ্যতে আরও কলেজে এমন উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথাও উঠে আসছে। প্রযুক্তির ব্যবহার এবার ছাত্রসুরক্ষার এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন শিক্ষা মহল!
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 3:01 PM IST