Dakshin Dinajpur News: রোদে পুড়ে কর্তব্য পালন, ট্রাফিক পুলিশের জন্য আলাদা ব্যবস্থা

Last Updated:

দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

দক্ষিণ দিনাজপুর: গত এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। সকাল দশটার পর বাইরে বেড়ানো কঠিন হয়ে উঠেছে। এই প্রবল গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও নিজেদের কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁরা এই তীব্র গরমের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন। তাঁদের এই অবদানকে মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন।
প্রবল গরমে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এই পদক্ষেপের লক্ষ্য যাতে প্রবল গরমেও ট্রাফিক পুলিশ কর্মীরা সুস্থ থাকেন।
advertisement
advertisement
এদিন নিজের হাতে জলের বোতল, ওআরএস ও ছাতা পুলিশকর্মীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাহুল দে নিজেই। তাঁর সঙ্গে ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিকের ওসি বৃতিসুন্দর সাহা৷ শুধু বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুরের প্রতিটি থানা এলাকায় এইভাবে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে জল, ওআরএস ও ছাতা তুলে দেওয়া হয়। যতদিন তাপপ্রবাহ চলবে ততদিন রোজ এইভাবে জল ওআরএস দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: রোদে পুড়ে কর্তব্য পালন, ট্রাফিক পুলিশের জন্য আলাদা ব্যবস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement