Dakshin Dinajpur News: রোদে পুড়ে কর্তব্য পালন, ট্রাফিক পুলিশের জন্য আলাদা ব্যবস্থা
- Published by:Ananya Chakraborty
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
দক্ষিণ দিনাজপুর: গত এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। সকাল দশটার পর বাইরে বেড়ানো কঠিন হয়ে উঠেছে। এই প্রবল গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও নিজেদের কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁরা এই তীব্র গরমের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন। তাঁদের এই অবদানকে মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন।
প্রবল গরমে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এই পদক্ষেপের লক্ষ্য যাতে প্রবল গরমেও ট্রাফিক পুলিশ কর্মীরা সুস্থ থাকেন।
advertisement
আরও পড়ুন: আট থেকে আশি খুশির ইদে মাতল সবাই
advertisement
এদিন নিজের হাতে জলের বোতল, ওআরএস ও ছাতা পুলিশকর্মীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাহুল দে নিজেই। তাঁর সঙ্গে ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিকের ওসি বৃতিসুন্দর সাহা৷ শুধু বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুরের প্রতিটি থানা এলাকায় এইভাবে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে জল, ওআরএস ও ছাতা তুলে দেওয়া হয়। যতদিন তাপপ্রবাহ চলবে ততদিন রোজ এইভাবে জল ওআরএস দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 6:31 PM IST