Tradition of Bengal: মৌজ করে দেওয়া টানেই জমে মৌতাত! ৩৪ বছর ধরে আজও হুঁকো বানিয়ে চলেছেন এই বৃদ্ধ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Susmita Goswami
Last Updated:
Tradition of Bengal: বিগত প্রায় ৩৪ বছর একাই গ্রাম্য মেলায় আসেন হুঁকো বিক্রর জন্য। তবে শুধু বোল্লা মেলা নয়, গ্রামীণ যে কোনও বড় মেলাতেই তিনি তাঁর পশরা নিয়ে যান।
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : প্রায় অবলুপ্তির পথে বাংলার হুঁকো। একসময় এটা ছিল আভিজাত্য প্রকাশের অন্যতম মাধ্যম। বাংলা সাহিত্য থেকে শুরু করে সিনেমা, গ্রাম বাংলার চিত্র হিসেবে হঁকো ধরে বয়স্ক মানুষের ছবি খুবই পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তামাক সেবনের বিপক্ষেই মানুষকে আরও সচেতন করতে সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রচার মাঝেমধ্যে দেখা যায়। কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তিন পুরুষের ব্যবসা আজও ছাড়েননি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ির বাসিন্দা জয়দুর মিয়াঁ। তিনি বিগত প্রায় ৩৪ বছর একাই গ্রাম্য মেলায় আসেন হুঁকো বিক্রর জন্য। তবে শুধু বোল্লা মেলা নয়, গ্রামীণ যে কোনও বড় মেলাতেই তিনি তাঁর পশরা নিয়ে যান।
হুঁকো বিক্রেতা জয়দুর মিয়াঁ জানান, “যেহেতু এবার বর্ষা ভাল হয়েছে, মাঠে ধানের ফলন ভাল হয়েছে, ধান উঠতেও শুরু করেছে। যার ফলে কৃষকদের হাতে দু’ চার পয়সা বেশি এসেছে। যার ফলে তাঁর সুগন্ধি তামাক ও গড়গড়ার বিক্রি ভাল হবে।গ্রামের বয়স্ক মানুষ তাঁরা ভিড় জমান সারা বছরের প্রয়োজনীয় হুঁকো কিনে নেওয়ার জন্য।”
advertisement
আরও পড়ুন : মেঠো পথের কাদাজলে ফণা তুলে বিষধর চন্দ্রবোড়া! প্রাণ হাতে করে স্কুলের পথে পড়ুয়ারা, জানলে চোখে জল চলে আসবে
তিন পুরুষ আগে থেকে তাদের এই পারিবারিক ব্যবসা। আজও অমলিন সেই ব্যবসা। প্রতিবছরে গ্রাম্য মেলায় আসেন তিনি। বিক্রি বাটাও খুব একটা খারাপ হয় না।এখনও চাহিদা রয়েছে নারকোলের মালা, মাটির কল্কে এমনকি কালো তামাক-কোনও কিছুই অমিল নয়। তামাক অবশ্য নানারকম রয়েছে। সুগন্ধিযুক্ত দামি তামাক যেমন রয়েছে, তেমনই কম দামি তামাকও আছে তাঁর কাছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 5:50 PM IST