আত্রেয়ীর বুকে ঘুরছে স্পিডবোট, তৎপর বিপর্যয় মোকাবিলা দফতর! বড় বিপদের আশঙ্কা?

Last Updated:

পুলিশ ও প্রশাসনের একটি ১২ জনের দল রয়েছে। ডুবুরি হিসেবে তাঁরাও কাজে নামতে পারবেন। খবর পেলে ক্ষতিগ্রস্তদের বাঁচানো যাবে।

+
স্পিডবোট

স্পিডবোট নামিয়ে মহড়া আত্রেয়ীতে।

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : বন্যা পরিস্থিতি তৈরি হলে অথবা কেউ জলে ডুবে গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আত্রেয়ী নদীতে উন্নত মানের নতুন স্পিডবোট নামিয়ে একাধিক খুঁটিনাটি বিষয় মহরার মাধ্যমে দেখা হয় এদিন। সিভিল ডিফেন্স কর্মীরা নতুন স্পিডবোট নদীতে চালিয়ে ট্রায়াল দেন। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। আত্রেয়ী খাড়িতে জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়ি। পাড় ভাঙনের জেরে নষ্ট হয়েছে বহু বাড়ির শৌচালয় থেকে প্রাচীর।
তাই এবার বিপর্যয় নামলে, প্রয়োজনে উদ্ধার কাজের জন্য স্পিডবোট নদীতে নামিয়ে মহড়া দিল প্রশাসন। এদিন ভাঙন এলাকার পাশেই আত্রেয়ী সদরঘাটে নতুন স্পিডবোট নামিয়ে পর্যবেক্ষণ করেন দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক রবি প্রকাশ মিনা, মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন সহ একাধিক আধিকারিক। অতিরিক্ত জেলাশাসক রবি প্রকাশ মিনা জানিয়েছেন, “আগে দুটি স্পিডবোট ছিল। এদিন উন্নত মানের আরও দুটি স্পিডবোট কাজ শুরু করল। সিভিল ডিফেন্স কর্মীরা এগুলি চালাবে।
advertisement
আরও পড়ুন : শৌচালয়ের অভাব, রাস্তায় বেরিয়ে ভয়ে থাকেন মহিলারা! ঘাটালবাসীর সমস্যার শেষ নেই
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হলে সেগুলিকে কাজে লাগানো হবে। জুন থেকে অক্টোবরের মধ্যে দুটি সাব ডিভিশনে দুজন করে মোট চারজন অগ্রগামী কর্মী নিযুক্ত রয়েছেন। পাশাপাশি, পুলিশ ও প্রশাসনের একটি ১২ জনের দল রয়েছে। ডুবুরি হিসেবে তাঁরাও কাজে নামতে পারবেন। কোথাও জলে অবরুদ্ধ হওয়ার খবর পেলে ক্ষতিগ্রস্তদের বাঁচানো যাবে। এদিন ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের ওসি তপনজ্যোতি বিশ্বাস এবং জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অনিল কুমার গুপ্তার তত্ত্বাবধানে সিভিল ডিফেন্স কর্মীরা স্পিডবোটের সফল ট্রায়াল দিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ছিলেন ভাস্কর দাস। এই মুহূর্তে জেলায় প্রায় ২০০ টি সক্রিয় সিভিল ডিফেন্স কর্মী রয়েছেন। এদিন জেলা সিভিল ডিফেন্সের হাতে তুলে দেওয়া হয় ৩০০টি নতুন লাইফ জ্যাকেট। আপদ মিত্র প্রশিক্ষণপ্রাপ্ত ৩০০ জন রয়েছেন। কোনও রকম বিপর্যয় ঘটলে যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায় তার জন্যই এই নতুন স্পিডবোট এদিন ট্রায়াল করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আত্রেয়ীর বুকে ঘুরছে স্পিডবোট, তৎপর বিপর্যয় মোকাবিলা দফতর! বড় বিপদের আশঙ্কা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement