মুহূর্তের মধ্যে ঘটে গেল বিপত্তি! ট্রাক্টর উলটে সোজা নিকাশি নালায়, কিশোর চালকের মৃ*ত্যু, বাকিরা কী অবস্থায়?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur Accident: পুজোর মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা জেলায়। দক্ষিণ দিনাজপুরের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি এলাকায় রাস্তার পাশে নিকাশি নালায় ট্রাক্টর উলটে প্রাণ গেল এক কিশোরের। গুরুতর জখম ট্রাক্টর মালিক।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: পুজোর মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা জেলায়। রাস্তার পাশে নিকাশি নালায় ট্রাক্টর উলটে প্রাণ গেল এক কিশোরের। গুরুতর জখম ট্রাক্টর মালিক। এদিন পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি এলাকায়। নিহত কিশোরের নাম সুব্রত রায় (১৭)। আহত ব্যক্তির নাম বিদ্যুৎ রায় (৪০)। দুজনের বাড়ি বালুরঘাট ব্লকের গঙ্গাসাগর এলাকায়।
বৃহস্পতিবার দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে জখম দুজনকেই চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই কর্তব্যরত চিকিৎসকরা ট্রাক্টর চালক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে। ট্রাক্টর মালিকের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ এজেন্ট মারফত ইরাকে কাজে গিয়ে বিপাকে! আটক পরিযায়ী শ্রমিকেরা, ফেরার কথা বললেই জুটছে মার, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা
প্রত্যক্ষদর্শীরা জনান, নতুন ট্রাক্টর কেনার পর এদিন ট্রাক্টরটি নিয়ে গঙ্গাসাগর থেকে চককাশির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নিকাশি নালার মধ্যে ট্রাক্টরটি উলটে যায়। তাতেই চাপা পড়ে ভিতরে থাকা দু’জন, চালক এবং মালিক। ঘটনায় গুরুতর জখম হয় দুই আরোহী। বিষয়টি নজর আসতেই সকলে মিলে তাদেরকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
September 25, 2025 7:56 PM IST