Caught Red Handed: বাগডোগরায় হাতেনাতে ধরা পড়ল পাচারকারী! ব্যাগ খুলতেই যা দেখা গেল...চক্ষুচড়ক গাছ
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ধৃত পাচারকারীর নাম সুব্রন বারিক৷ তিনি ওদলাবাড়ির বাসিন্দা। ধৃতকে আগামিকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।
বাগডোগরা: পাচার রুখে দিল এসএসবি৷ বেশ কয়েকটা হরিণের শিং পাচার হচ্ছিল বাগডোগরা অঞ্চলে৷
পিঠের ব্যাগে না কি হরিণের সিং! এই অভিযোগে বাগডোগরার পানিঘাটা মোড়ে একজন সন্দেহভাজনকে আটক করা হল ৷ অভিযোগ তাঁরা হরিণের শিং পাচার করছিল।
advertisement
সুত্র মারফত খবর পেয়ে এসএসবি ৮নং ব্যাটালিয়নের বড় মনিরাম জোত কোম্পানির জওয়ানরা বাগডোগরার পানিঘাটা এলাকায় অভিযান চালায়৷
advertisement
অভিযান চালানোর পর এক পাচারকারীকে গ্রেফতার করল এসএসবি। তাঁর ব্যাগে ২টো হরিণের সিং পাওয়া যায়৷ উদ্ধার হওয়া সিং দুটো বাগডোগরা বনদফতরের হাতে তুলে দেয় এসএসবি।
ধৃত পাচারকারীর নাম সুব্রন বারিক৷ তিনি ওদলাবাড়ির বাসিন্দা। ধৃতকে আগামিকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।
advertisement
বনদফতরের পক্ষ থেকে রেঞ্জার জানান, পাচারকারীদের সহযোগী হয়ে বাগডোগরায় হাতবদল করতে এসেই পাকরাও হন ধৃতেরা৷ এই ঘটনায় আরও কারা জড়িত তা জানতে তদন্তে নামবে বনদফতর।
বিশ্বজিৎ মিশ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 7:42 PM IST