বর্ষার সাহু নদীতে জাল ফেলেছিলেন মাঝি, জাল তুলতেই মাছের সঙ্গে যা উঠল চক্ষু চড়কগাছ! দে ছুট! গ্রামজুড়ে শোরগোল

Last Updated:

জাল টানার পর যা ধরা পড়ল, তা দেখে চমকে উঠলেন তিনিই নয়, গোটা গ্রাম। মাছ নয়, জালের ভেতর কুণ্ডলী পাকিয়ে রয়েছে আস্ত এক বিশাল অজগর!

সাহু নদীতে জালে ধরা অজগর!
সাহু নদীতে জালে ধরা অজগর!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: প্রতিদিনের মতো সাহু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এক মহিলা। জাল টানার পর যা ধরা পড়ল, তা দেখে চমকে উঠলেন তিনিই নয়, গোটা গ্রাম। মাছ নয়, জালের ভেতর কুণ্ডলী পাকিয়ে রয়েছে আস্ত এক বিশাল অজগর! সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলডুমুর পাড়ার পিপলতলা কলোনি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীমতি সাহানি নামে এক মহিলা প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় সাহু নদীতে মাছ ধরার জন্য জাল বিছিয়ে দেন। সোমবার সকালে সেই জাল টানতেই তাঁর চোখে পড়ে অস্বাভাবিক দৃশ্য। মাছের পরিবর্তে জালে আটকে রয়েছে একটি অজগর সাপ। মুহূর্তে ভয়ে চিৎকার শুরু হলে আশেপাশের মানুষজন ছুটে আসেন। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
advertisement
আরও পড়ুন: বেঙ্গালুরু থেকে ফুসলিয়ে নেপাল সীমান্তে, একটুর জন্য রক্ষা অসমের তরুণীর
ঘটনার খবর দেওয়া হয় রাজগঞ্জ বনদপ্তরকে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে সাবধানে উদ্ধার করেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। পরে তাকে বৈকুন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
advertisement
আরও পড়ুন: শিলিগুড়ির কুমোরটুলি, দুর্গাপুজোর আগে মহাসমস্যায় শিল্পীরা! কী যে হবে, জানেন না কেউ
স্থানীয়রা জানান, নদীর ধার ঘেঁষে জঙ্গল থাকায় মাঝেমধ্যেই সাপ দেখা গেলেও, এভাবে জালে অজগর আটকা পড়া বিরল ঘটনা। অনেকেই ভয়ে থাকলেও বনকর্মীদের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকায়। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “এত বড় অজগর এই এলাকায় আগে দেখিনি। মাছ ধরার জালে ধরা পড়বে ভাবতেও পারিনি।”
advertisement
অজগর উদ্ধারের ঘটনাটি শুধু আতঙ্ক নয়, একই সঙ্গে নদী ও আশেপাশের পরিবেশে বন্যপ্রাণীর অস্তিত্বের কথাও মনে করিয়ে দিল বলে মত স্থানীয়দের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বর্ষার সাহু নদীতে জাল ফেলেছিলেন মাঝি, জাল তুলতেই মাছের সঙ্গে যা উঠল চক্ষু চড়কগাছ! দে ছুট! গ্রামজুড়ে শোরগোল
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement