Smart Fencing: বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে স্মার্ট ফেন্সিং, বিশেষত্ব কী জানেন?
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Smart Fencing: এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত। আগে যে তারের বেড়া ছিল সেগুলোকে কাটা যেত সহজেই। কিন্তু এখনকার এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত
জলপাইগুড়ি: সীমান্তে কাঁটাতারের পাশে লাগানো হচ্ছে স্মার্ট ফ্রেন্সিং। ভাবছেন কী এই স্মার্ট ফেন্সিং? ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের পাশেই লাগানো হচ্ছে স্মার্ট ফেন্সিং।
গত কয়েক দিন ধরেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯৩৮ কিলোমিটার। তারই একটি অংশ জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত সাউথ বেরুবাড়ি অঞ্চলের সাতকুরা, ধরধরা গ্রামে অবস্থিত। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে বলে ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা। আর তাই কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সীমান্তে লাগানো পুরনো কাঁটা তারের বেড়ার পাশেই অতি মজবুত এবং উচ্চতায় বেশী স্মার্ট ফেন্সিং লাগানোর কাজ দ্রুতার সঙ্গে সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ধর ধরা গ্রামের বাসিন্দা সুশীল রায় জানান, এই বেড়া আগের থেকে অনেক মজবুত এবং উঁচু। এটা লাগানোর কাজ শেষ হলে আমাদের নিরাপত্তা যেমন বাড়বে তার সঙ্গে অনুপ্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা। অপর এক গ্রামবাসী আনন্দ অধিকারী বলেন, এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত। আগে যে তারের বেড়া ছিল সেগুলোকে কাটা যেত সহজেই। কিন্তু এখনকার এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত। তাই এখন আর সেই ভয় থাকছে না।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2024 7:33 PM IST







