Sitalpati: এই গরমে বাজার মাতাচ্ছে শীতলপাটির জুতো-ব্যাগ-টুপি

Last Updated:

Sitalpati: গরমের হাত থেকে বাঁচতে এসি মেশিন চলে আসার পর থেকেই শীতল পাটিতে মন্দা চলছে। তবে আজ‌ও গরম আসতেই চাহিদা হয় শীতল পাটির

+
শীতল

শীতল পাটির টুপি

শিলিগুড়ি: ঝালকাঠির বহুকালের পুরোনো ঐতিহ্য শীতলপাটি। একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে অতিথি এলে তাকে বসতে দেওয়া হত শীতলপাটিতে। গৃহকর্তার বসার জন্যও ব্যবস্থা থাকত এই বিশেষ পাটিতে। তবে সেই শীতল পাটির এখন আর তেমন বাজার নেই। তাই শীতল পাটি দিয়ে জুতো, টুপি, ব্যাগের মত নানান সামগ্রী তৈরি করেই সংসার চলছে এই মহিলাদের।
গরমের হাত থেকে বাঁচতে এসি মেশিন চলে আসার পর থেকেই শীতল পাটিতে মন্দা চলছে। তবে আজ‌ও গরম আসতেই চাহিদা হয় শীতল পাটির। তবে এখন চাহিদার ধরণ বদলেছে। আর তাই পাটির সঙ্গে তৈরি হচ্ছে বেত পাটি দিয়ে ব্যাগ, জুতো, ফাইল, টুপি সহ ঘর সাজানোর অনেক উপকরণ। তাই একসময় হারিয়ে যেতে থাকলেও শীতলপাটি শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে।
advertisement
advertisement
কোচবিহারের ধলুয়াবাড়ি হল পাটি শিল্পীদের পীঠস্থান। সেখানে প্রায় সবাই এই পাটি নিয়ে পড়ে থাকেন। গোটা জেলায় ত্রিশ হাজারেরও বেশি শিল্পী এই পাটি শিল্পের সঙ্গে যুক্ত। তবে আধুনিকতার সঙ্গে এখন তাঁরাও নতুন নতুন জিনিস তৈরি করছেন। নতুন নতুন সৃজন আসায় এর চাহিদা বাড়ছে। শীতল পাটির দাম একটু বেশি হওয়ায় সেগুলি কেউ কিনতে না চাইলেও শীতল পার্টির দিয়ে তৈরি জুতো, চপ্পল , ব্যাগ এগুলি মানুষে বেশ পছন্দ করছেন।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sitalpati: এই গরমে বাজার মাতাচ্ছে শীতলপাটির জুতো-ব্যাগ-টুপি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement