PM Modi on Mamata: দুঃখপ্রকাশ করেও মাথাভাঙাকাণ্ডে সূক্ষ্ম চাল মোদির, তুললেন মমতার 'বাহিনী ঘেরাও' প্রসঙ্গ

Last Updated:

লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গজুড়েই আশাতীত ফল করেছে বিজেপি। উত্তরবঙ্গের ৫৪ আসনের সিংহভাগেই উঠেছিল গেরুয়া ঝড়। বিধানসভাতেও সেই ধারা বজায় রাখতে চান অমিত শাহ, নরেন্দ্র মোদিরা। কিন্তু এদিনের মাথাভাঙ্গার ঘটনার পর বিজেপির সেই 'জনভিত্তি'তে আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যেই।

#শিলিগুড়ি: রাজ্যে চতুর্থ দফার (Phase 4 Vote) ভোট চলছে শনিবার। এই দিনেই বাংলায় জোড়া সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রথম জনসভাটি প্রধানমন্ত্রী করছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। সেখান থেকেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। এদিন সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মমতার আপত্তি নিয়ে কটাক্ষ করেন তিনি।
মোদির দাবি, 'বাংলার মানুষের আমার প্রতি স্নেহ দেখে আমার উপর রেগে যাচ্ছেন দিদি। বাংলার মানুষের উপরও রেগে গিয়েছেন দিদি। দশ বছর ধরে লুঠেরাদের উপর রাগ করেন না কেন? পঞ্চায়েত ভোটের মতো দিদির গুণ্ডারা ছাপ্পা ভোট দিতে পারছে না। কেন্দ্রীয় বাহিনীর উপর ওই কারণেই রেগে যাচ্ছেন দিদি। যেখানে যাচ্ছেন শুধু মোদিকে গালিগালাজ করছেন।'
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাহিনীর বিরুদ্ধে বাংলার মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, 'নিজের র‍্যালিতে মমতা শেখাচ্ছেন কী ভাবে গুণ্ডাদের ছাপ্পাভোট দিতে হবে? কী ভাবে বাহিনীকে (Central Force) ঘেরাও করতে হবে, কী ভাবে বুথ দখল করতে হবে? দেশের বাহাদুর সুরক্ষা বল আতঙ্কবাদী, মাওবাদীদেরতে ভয় পান না, আপনার গুণ্ডাদের কী ভাবে ভয় পাবে? বাহিনীর বিরুদ্ধে মানুষকে উস্কেছেন আপনি।'
advertisement
advertisement
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গজুড়েই আশাতীত ফল করেছে বিজেপি। উত্তরবঙ্গের ৫৪ আসনের সিংহভাগেই উঠেছিল গেরুয়া ঝড়। বিধানসভাতেও সেই ধারা বজায় রাখতে চান অমিত শাহ, নরেন্দ্র মোদিরা। কিন্তু এদিনের মাথাভাঙার (Mathabhanga Violence) ঘটনার পর বিজেপির সেই 'জনভিত্তি'তে আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যেই। আর ঘটনাচক্রে সেদিনই উত্তরবঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি।
advertisement
রাজনৈতিক মহলের মতে, এদিনের ঘটনায় দুঃখপ্রকাশ করলেও মমতার কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার প্রসঙ্গ তুলে 'খেলা' অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। বকলমে এটাই যেন বুঝিয়ে দিলেন, মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনী 'আক্রান্ত' হওয়ার কারণেই আজকের এই অনভিপ্রেত ঘটনা। তবে, মমতাও পরিস্থিতি আন্দাজ করেই মোদির আগেই নিশানা ঠিক করে নিয়েছেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে তৃণমূল নেত্রী দাবি করেছেন, ভোটে হার নিশ্চিত বুঝেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুলি করিয়ে সাধারণ মানুষ মারছে বিজেপি।
advertisement
এদিন শিলিগুড়ির সভা থেকে ফের একবার মোদির হুঙ্কার, 'আপনার সঙ্গেই তোলাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি বিদায় হবে। দিদির দল ঘাবড়ে গিয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরা এখন দিশেহারা। হিংসা করে বাঁচতে পারবেন না দিদি। ছাপ্পাভোট হচ্ছে না তাই অসন্তুষ্ট দিদি। উত্তরবঙ্গের ট্রিপল T, অর্থাৎ টি, টিম্বার ও ট্যুরিজমকে তৃণমূলের দখল থেকে মুক্ত করতে হবে।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
PM Modi on Mamata: দুঃখপ্রকাশ করেও মাথাভাঙাকাণ্ডে সূক্ষ্ম চাল মোদির, তুললেন মমতার 'বাহিনী ঘেরাও' প্রসঙ্গ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement