অসহায় অবস্থা! চারদিন ধরে তীব্র সংকটে পড়ুয়ারা! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কী চলছে?

Last Updated:

পালিয়ে যান চিফ ইঞ্জিনিয়ার। এদিন সকাল থেকে তাঁর দেখা পাওয়া যায়নি বলেই অভিযোগ। প্রতিবাদে অফিসে তালা।

পড়ুয়াদের প্রতিবাদ।
পড়ুয়াদের প্রতিবাদ।
বাগডোগরা, বিশ্বজিৎ মিশ্র : বিগত চারদিন ধরে জলের সমস্যা। পানীয় জল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজের জল পাওয়া যাচ্ছে না হস্টেলে। অথচ গত চারদিনেও সমস্যার সমাধান হয়নি। ফলে চরম সমস্যার মুখোমুখি হতে হয়েছে হস্টেলের পড়ুয়াদের। আর সেই কারণে বাধ্য হয়ে প্রতিবাদের পথ বেছে নিলেন পড়ুয়ারা।
জানা গিয়েছে, গত শুক্রবার থেকে জল নেই। শৌচালয়ের জল নেই। খাওয়ার জলও অমিল। জল না থাকায় সমস্যায় পড়েছেন হস্টেলের শিক্ষার্থীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হল অব রেসিডেন্স হস্টেলে দেখা দিয়েছে তীব্র জল সংকট। অভিযোগ, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রেজিস্ট্রারকে জানিয়েও লাভ হয়নি।
advertisement
advertisement
অভিযোগ, গত রবিবার রাতে প্রতিবাদ করতে গেলে পালিয়ে যান চিফ ইঞ্জিনিয়ার। এদিন সকাল থেকে তাঁর দেখা পাওয়া যায়নি বলেই অভিযোগ। প্রতিবাদে এদিন চিফ ইঞ্জিনিয়ার অফিসে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট বন্ধ করে ক্ষোভপ্রকাশ শিক্ষার্থীদের। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। জলের সমস্যা মেটেনি।
আরও পড়ুন : মানবিক পুলিশ! উচ্চমাধ্যমিকের প্রথম দিনই ভুল পরীক্ষাকেন্দ্রে ছাত্র! বাইকে করে পরীক্ষার্থীকে সঠিক স্কুলে পৌঁছে দিল উর্দিধারী
হস্টেলের পড়ুয়াদের অভিযোগ, জল খাওয়া থেকে শুরু করে সমস্ত কাজেই অসুবিধা হচ্ছে। দূর থেকে জল আনতে হচ্ছে। তাঁদের প্রশ্ন, পড়াশোনা করব নাকি জল আনব। সাময়িক ব্যবস্থা করা হলেও সপ্তাহের প্রথমদিন জল নেই বলে অভিযোগ। তাই এই প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। জানা গিয়েছে, ৭০ জন শিক্ষার্থী এই হস্টেলে থাকেন। ফলে তাঁরকা সকলেই সমস্যায় পড়েছেন। জানা গিয়েছে, শুধুমাত্র এই হস্টেল নয়, মেয়েদের চম্পালা হস্টেল, গেস্ট হাউস সহ বেশকিছু অধ্যাপক কোয়ার্টারের এক‌ই সমস্যা দেখা দিয়েছে।
advertisement
এই বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ ভাস্কর বিশ্বাস ফোনযোগে জানিয়েছেন দুর্ভাগ্যবশত ঘটনা! বিশ্ববিদ্যালয় পূর্ব অংশে এই সমস্যা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করেও সমস্যা ধরতে পারেনি। জল সমস্যা মেটাতে শিলিগুড়ি মেয়র সাময়িকভাবে দুটি জলের ট্যাঙ্ক দিয়েছেন। অন্যদিকে PHE ইঞ্জিনিয়ারের মাধ্যমে কথা হয়েছে তারা আসবেন। দ্রুত সমস্যা মেটানো হবে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অসহায় অবস্থা! চারদিন ধরে তীব্র সংকটে পড়ুয়ারা! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কী চলছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement