প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ, নির্দল দাঁড়াতে পারেন দুই বিক্ষুব্ধ
- Published by:Arka Deb
Last Updated:
সমতলের চারটি আসনের মধ্যে তিনটি কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলেরই প্রাক্তন সভাপতি নৃপেন দাস।
#শিলিগুড়ি: প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভ দেখাচ্ছে আদি বিজেপি নেতাকর্মীরা। কোথাও জেলা কার্যালয়ে ভাঙচুর, কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ক্ষোভ সামলাতে ব্যস্ত দলের নেতারা। কিন্তু ক্রমেই বাড়ছে ক্ষোভ। এর বাইরে নয় শিলিগুড়িও। সমতলের চারটি আসনের মধ্যে তিনটি কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলেরই প্রাক্তন সভাপতি নৃপেন দাস। সদ্য সিপিএম ছেড়ে আসা শঙ্কর ঘোষকে প্রার্থী করায় তিনি বেজায় ক্ষুব্ধ। শঙ্করকে সরাসরি আক্রমণ করে, তিনি একহাত নিয়েছেন দলের বর্তমান জেলা সভাপতি প্রভীন আগরওয়ালকেও।
তাঁর কথায়, "অর্থের লোভে শঙ্কর দলে এসছে। যার হাতে এখোনো চে গুয়েভারের ট্যাটু জ্বলজ্বল করছে, যে বিজেপিকে এতদিন আক্রমণ করে এসছে। তাঁকে কেন প্রার্থী করা হল?"
দলের জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি এখন ধর্মশালায় পরিণত হয়েছে। শঙ্করকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে পালটা শহরে প্রচারে নামবেন বলে হুমকিও দিয়েছেন।তৃণমূল থেকে আসা শিখা চট্টোপাধ্যায়কে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী করায় ক্ষুব্ধ আদি বিজেপি নেতা অলোক সেন। নিজেই এই কেন্দ্রে নির্দল হয়ে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, "যিনি পঞ্চায়েত নির্বাচনে হেরেছেন, তিনি বিধানসভা ভোটের প্রার্থী?"
advertisement
advertisement
শঙ্করকে শিলিগুড়ি কেন্দ্রে প্রার্থী করানোরও বিরোধিতা করেছেন তিনি।ফাঁসিদেওয়া কেন্দ্রে নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন আর এক বিক্ষুব্ধ নেতা দিলা শৈবাও। তাঁর নাম তালিকাতে থাকা সত্বেও কেন বাদ দেওয়া হল? প্রশ্ন তুলে তিনি বলেন, ৩০ বছর ধরে দল সামলে এসছি। সংগঠন তৈরী করার পর আজ দল এই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ তাঁর অনুগামীরাও। বিজেপির বিরুদ্ধে প্রচারে নামবেন তাঁরাও।
advertisement
নেতা, কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করেছেন বিজেপির শিলিগুড়ির সাধারন সম্পাদক রাজু সাহা। প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব সমীক্ষা করার পরই প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিক্ষুব্ধদের সাথে কথা বলে বিষয়টি মেটানো হবে। সকলকে নিয়ে নির্বাচনে ঝাঁপাবে দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2021 11:42 PM IST