প্রানহানির আশঙ্কা, দিনভর হেলমেট পড়ে ঘুরলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ

Last Updated:

বাড়ি থেকে বেড়িয়ে এক বুথ থেকে আর এক বুথ ছুটে বেড়ালেন একাই। কথা বললেন বুথ কর্মীদের সঙ্গে।

#শিলিগুড়ি: ঘড়িতে তখন সকাল ছ'টা। বাড়ি থেকে বেরোলেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। মাথায় হেলমেট! উঠলেন গাড়িতে। হেলমেট কেন? জবাবে বলেন, 'বিজেপির হার্মাদেরা প্রার্থীদেরও ছাড়ছে না। প্রথম তিন দফার ভোটেই তার প্রমাণ মিলেছে। হার নিশ্চিত জেনেই গুণ্ডামি করছেন। টার্গেট করা হচ্ছে মাথাকে। তাই প্রাণে বাঁচতেই হেলমেট ছাড়া বিকল্প পথ নেই।'
বাড়ি থেকে বেড়িয়ে এক বুথ থেকে আর এক বুথ ছুটে বেড়ালেন একাই। কথা বললেন বুথ কর্মীদের সঙ্গে। সকাল পৌনে আটটাই ভোট দিলেন নিজে। ভোট দিয়ে বেরোনর পথে তাঁর কনভয় লক্ষ্য করে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা, "জয় শ্রী রাম, জয় শ্রী রাম!" গাড়ি থেকেই পালটা বললেন "জয় শিব চণ্ডী!" তারপর আরও তিনটে বুথ ঘুরে পৌঁছন চিলাখানা বুথে। প্রথমে বুথের ভেতর ঢুকতে বাধা দেয় আধা সেনা। তারপর ঢোকেন। বেড়িয়ে আসতেই ফের তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আঙুল তুলে পালটা আক্রমণ করেন। তাঁর অভিযোগ, বহিরাগত হার্মাদরা এসছে বিজেপির ভোট করাতে। বিজেপির পালটা দাবি, উনি ভোটারদের প্রভাবিত করেন, তাই আপত্তি তোল হয়। সেখান থেকে বেড়িয়ে খান কয়েক বুথ ঘুরে পৌঁছন উত্তর জায়গীর চিলাখানার ২৩ নং বুথে।
advertisement
ঘন ঘন তাঁর মোবাইলে ফোন আসছিল, ওই বুথে সংখ্যালঘু ভোটারদের বাধা, হুমকি দিচ্ছে বিজেপি। নিজেই জেলা নির্বাচনী আধিকারীকের কাছে নালিশ জানান। কাজ না হওয়ায় সটান পৌঁছন প্রার্থী। বুথের বাইরে চেয়ারে বসে পড়েন তৃণমূল প্রার্থী। সংখ্যালঘু ভোটারেরা ভোট দিতে না পারলে সরবেন না। কিছুক্ষণের মধ্যে ভুটভুটিতে চেপে পৌঁছন আটকে থাকা ভোটারদের বড় অংশ।
advertisement
advertisement
অন্যদিকে পালটা বিজেপি কর্মীরা স্লোগান তোলেন, "রবীন্দ্রনাথ ঘোষ দূর হঠো।" "জয় শ্রী রাম!" মূহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেখান থেকে বেড়িয়ে আসেন তিনি। কয়েকটা বুথ ঘুরে পৌঁছন ৩১-এ বুথে। সেখানে ফের সুর কাটে। বুথে ঢুকতে বাধা আধা সেনার। দু'পক্ষের মধ্যে চলে তুমুল বচসা। উত্তেজনার সৃষ্টি হয়। আঙুল তুলে প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত শূন্য হাতেই বুথ ছাড়তে হয় তাঁকে। বেরোনর মুখে অভিযোগ করেন, আধাসেনা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে। সাধারন বাসিন্দারা ভোট দিতে পারছে না। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। বহু অভিযোগ করেন জেলা নির্বাচনী আধিকারীকের কাছে। সদুত্তর সবক্ষেত্রে মেলেনি বলে জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রানহানির আশঙ্কা, দিনভর হেলমেট পড়ে ঘুরলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement