Siliguri School Student Murder Update: 'নেশা করেছে, বাড়ি পৌঁছতে যাচ্ছি', কোলে করে স্কুল ছাত্রীর দেহ জঙ্গলে ফেলে এসেছিল ঘনিষ্ঠ বন্ধুই? শিলিগুড়ি কাণ্ডে ধৃত ২

Last Updated:

গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়৷ ছাত্রীর গলায় কালশিটে এবং শরীরে আঁচড়ের দাগ ছিল বলে অভিযোগ তার পরিবারের৷

News18
News18
 শিলিগুড়ি: শিলিগুড়িতে স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ গতকাল দুপুরে নবম শ্রেণির ওই ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু রোহিত রায়ের বাড়ি থেকেই ওই ছাত্রীর দেহ বের করা হয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা৷ ইতিমধ্যেই অভিযুক্ত রোহিত রায় এবং তার এক নাবালক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত রোহিত রায়ের প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরের পর ওই ছাত্রীকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেন অনেকে৷ প্রশ্ন করা হলে ওই যুবক জানায়, অতিরিক্ত মদ্যপান করায় নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী৷ তাকে সে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে বলে জানায় সে৷
advertisement
advertisement
এর কিছুক্ষণ পর ওই যুবকই ছাত্রের বাড়িতে ফোন করে জানায়, জঙ্গলে পড়ে রয়েছে ওই ছাত্রীর দেহ৷ ফলে প্রশ্ন উঠছে, ওই যুবকের বাড়িতেই ছাত্রীকে খুন করা হয়েছে কি না৷ যে জঙ্গলে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়, সেটিও অভিযুক্তের বাড়ির কাছেই৷
গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়৷ ছাত্রীর গলায় কালশিটে এবং শরীরে আঁচড়ের দাগ ছিল বলে অভিযোগ তার পরিবারের৷ মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷ রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরীর পরিবার৷ এর কিছুক্ষণের মধ্যেই রোহিত রায় নামে ছাত্রীর ওই ঘনিষ্ঠ বন্ধু ফোন করে ছাত্রীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে বলে জানায়৷
advertisement
প্রথম থেকেই ছাত্রীর মৃত্যুর ঘটনায় সন্দেহের তির ছিল তার ঘনিষ্ঠ এই বন্ধুর দিকে৷ রোহিত রায় নামে ওই যুবকের বাড়ি থেকেই উদ্ধার হয় ছাত্রীর জুতো, ঘরে মিলেছিল বিয়ারের বোতল৷ ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই ছাত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
ছাত্রী মৃত্যুর ঘটনায় এ দিন এনজেপি থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের৷
advertisement
Generated image
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri School Student Murder Update: 'নেশা করেছে, বাড়ি পৌঁছতে যাচ্ছি', কোলে করে স্কুল ছাত্রীর দেহ জঙ্গলে ফেলে এসেছিল ঘনিষ্ঠ বন্ধুই? শিলিগুড়ি কাণ্ডে ধৃত ২
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement