Siliguri School Student Murder Update: 'নেশা করেছে, বাড়ি পৌঁছতে যাচ্ছি', কোলে করে স্কুল ছাত্রীর দেহ জঙ্গলে ফেলে এসেছিল ঘনিষ্ঠ বন্ধুই? শিলিগুড়ি কাণ্ডে ধৃত ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়৷ ছাত্রীর গলায় কালশিটে এবং শরীরে আঁচড়ের দাগ ছিল বলে অভিযোগ তার পরিবারের৷
শিলিগুড়ি: শিলিগুড়িতে স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ গতকাল দুপুরে নবম শ্রেণির ওই ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু রোহিত রায়ের বাড়ি থেকেই ওই ছাত্রীর দেহ বের করা হয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা৷ ইতিমধ্যেই অভিযুক্ত রোহিত রায় এবং তার এক নাবালক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত রোহিত রায়ের প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরের পর ওই ছাত্রীকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেন অনেকে৷ প্রশ্ন করা হলে ওই যুবক জানায়, অতিরিক্ত মদ্যপান করায় নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী৷ তাকে সে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে বলে জানায় সে৷
আরও পড়ুন: বাড়ির সামনেই খুন তৃণমূল কর্মী, সারারাত রাস্তায় পড়ে রইল দেহ! সাতসকালে বেলঘড়িয়ায় আতঙ্ক
advertisement
advertisement
এর কিছুক্ষণ পর ওই যুবকই ছাত্রের বাড়িতে ফোন করে জানায়, জঙ্গলে পড়ে রয়েছে ওই ছাত্রীর দেহ৷ ফলে প্রশ্ন উঠছে, ওই যুবকের বাড়িতেই ছাত্রীকে খুন করা হয়েছে কি না৷ যে জঙ্গলে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়, সেটিও অভিযুক্তের বাড়ির কাছেই৷
গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়৷ ছাত্রীর গলায় কালশিটে এবং শরীরে আঁচড়ের দাগ ছিল বলে অভিযোগ তার পরিবারের৷ মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷ রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরীর পরিবার৷ এর কিছুক্ষণের মধ্যেই রোহিত রায় নামে ছাত্রীর ওই ঘনিষ্ঠ বন্ধু ফোন করে ছাত্রীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে বলে জানায়৷
advertisement
প্রথম থেকেই ছাত্রীর মৃত্যুর ঘটনায় সন্দেহের তির ছিল তার ঘনিষ্ঠ এই বন্ধুর দিকে৷ রোহিত রায় নামে ওই যুবকের বাড়ি থেকেই উদ্ধার হয় ছাত্রীর জুতো, ঘরে মিলেছিল বিয়ারের বোতল৷ ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই ছাত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
ছাত্রী মৃত্যুর ঘটনায় এ দিন এনজেপি থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের৷
advertisement

কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 2:09 PM IST