#শিলিগুড়ি: রবিবাসরীয় প্রচারে শিলিগুড়িতে অভিনবত্বের ছোঁয়া! ব্যাট হাতে মাঠে নেমে পড়া। তারপর মর্নিং ওয়াকারদের সঙ্গে করজোরে ভোট চাওয়া। আচমকাই ছুটে যাওয়া কলেজ পাড়ায় রাজ্যের পর্যটনমন্ত্রী তথা লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের বাড়িতে। আজ এমনটাই করলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কিছুক্ষণ কথা বললেন। চা পান করলেন। "প্রচারের জন্যে নয়। ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসা।" বললেন শঙ্কর ঘোষ।
"অশোক দা আমার গুরু, এই শব্দটায় আমার আপত্তি রয়েছে। আমি যাদের কাছে কিছু শিখেছি, সকলেই আমার গুরু।" রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বললেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এদিন পুরসভার ১৭ নং ওয়ার্ডে প্রচারে এসে কলেজ মাঠে ব্যাট হাতে নেমেও পড়েন। তাঁর কথায়, আমি খেলার মাঠে খেলি। রাজনীতি করি না। আর যে অর্থে খেলা হবে স্লোগান উঠছে সেই খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ২০২১-এ রাজ্যে বিজেপির সরকার হচ্ছে। মন্তব্য বিজেপির প্রার্থীর। "
এদিকে চায়ে পে চর্চা দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করেন শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। প্রতিদ্বন্দ্বী সদ্য সিপিএম ছেড়ে যাওয়া বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ যখন তৃণমূল প্রার্থীর বাড়িতে আড্ডায় ব্যস্ত, তখন নিজের হাতে রবিবাসরীয় বাজার সারলেন অশোকবাবু। মাছও কিনলেন। সকালের প্রচার সারলেন শিলিগুড়ির বিধান মার্কেটে। কথা বললেন সাধারণ মানুষদের সাথে। "বিজেপি তো সেদিনকার পার্টি, ওরা ওদের কথা বলবে।" বললেন অশোক। রবিবারের প্রচার বলে আলাদা কিছু নয়, প্রতিদিনই প্রচার চলছে।
"অনেকেই ছিল। সে তো শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। তাতে কি হয়েছে! আমি কোনও প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করি না। লড়াই হবে নীতির। আমি রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি। মানুষের মধ্যে উচ্ছ্বাস, ভালবাসা, আবেগ আছে। সেটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। এর যোগ্য হওয়ার চেষ্টা করছি।" রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বললেন ডাবগ্রাম-ফুলবাড়ি আসনের তৃণমূল প্রার্থী গৌতম দেব। প্রতিপক্ষ এক সময়ের তৃণমূলের নেত্রী শিখা চট্টোপাধ্যায় এবারে বিজেপির প্রার্থী। তবে কারোর সাথেই লড়াই নেই বলে মন্তব্য তৃণমূল প্রার্থীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, TMC, West Bengal Assembly Election 2021