হাসপাতালের মর্গে মৃতের নাক-হাতের আঙুল খুবলে খেল ইঁদুর, এক রাতেই পচে-গলে একাকার দেহ!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় ঘটনাটি সামনে আসে। পরিবারের দাবি, যখন তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হয়, তখন দেহে পচন ধরে গিয়েছিল।
#শিলিগুড়িঃ হাসপাতালের মর্গে এক মৃতদেহের নাক ও হাতের আঙুল খুবলে খেল ইঁদুর! ঘটনাটি শিলিগুড়ি জেলা হাসপাতালের। গতকাল দুপুরে শিলিগুড়ির এক যুবক আত্মহত্যা করে। মৃতের নাম পাপাই মল্লিক। গতকালই তাঁর দেহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় ঘটনাটি সামনে আসে। পরিবারের দাবি, যখন তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হয়, তখন দেহে পচন ধরে গিয়েছিল। এ নিয়ে এ দিন হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিজনেরা।
হাসপাতালের মর্গের রেফ্রিজেটরও বিকল হয়ে পড়েছে। এ নিয়ে হাসপাতালের সুপার বলেন, "দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরে রেফ্রিজেটর বিকল হয়ে রয়েছে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। শিলিগুড়ি থানাতেও জানানো হয়েছে।"
আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া এলাকার বাসিন্দা পাপাই মল্লিক শিলিগুড়ির একটি বেসরকারী সংস্থায় কাজ করতে। গতকাল সকালে ঘর হেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই মৃতের পরিবারেরা ওই মৃতদেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং মৃতদেহ শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। কিন্তু এ দিন সকালে মৃতের পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে এলে দেখতে পান মৃত পাপাই মল্লিকের নাক নেই এবং দেহের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে, সেখান থেকে রক্ত পড়ছে। এই দেখে মৃত পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
advertisement
advertisement
কেন এমন হল? প্রশ্ন তুলে হাসপাতালেই বিক্ষোভ দেখায় মৃতের পরিজনেরা। সরকারী হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখান। হাসপাতালের রেফ্রিজেটর বিকল জানার পরও কেন তা জানানো হয়নি মৃতের পরিজনদের? এই প্রশ্নও তোলেন টানরা। পরিবারের দাবি, ফ্রিজার খারাপ জানলে অন্যত্র মৃতদেহ নিয়ে রাখার ব্যবস্থা করতেন তাঁরা। অন্যদিকে, হাসপাতাল সুপার জানান, দীর্ঘদিন ধরে রেফ্রিজেটর বিকল হয়ে পড়ে রয়েছে। সংস্কার করা হবে। বিষয়টি উচ্চ আধিকারীকদের জানানো হয়েছে। মৃতের আত্মীয়রা সাফ জানায়, সরকারী স্বাস্থ্য ব্যবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশ। মর্গের একদিকে দূর্গন্ধে টেকা দায়, তারওপর ইঁদুরের এ হেন উৎপাত, অথচ কর্তৃপক্ষ উদাসীন।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2021 8:09 PM IST