কোভিড রোগীর শেষকৃত্য একা হাতেই সারলেন রাজ্যের এই বিধায়ক! কুর্ণিশ সাধারণ মানুষের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এক করোনা রোগীর চিতা সাজানো থেকে শেষকৃত্য গোটাটাই সারলেন নিজের হাতেই।
#কলকাতা: করোনাকালে দুস্থদের সেবায় অনেকেই নেবে এসেছেন কিন্তু দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা তামাং যা করলেন তা এককথায় নজিরবিহীন। এক করোনা রোগীর চিতা সাজানো থেকে শেষকৃত্য গোটাটাই সারলেন নিজের হাতেই।
দার্জিলিংয়ের মুক্তিধাম শ্মশানে সাধারণত শেষকৃত্যের কাজ সারেন এক অ্য়াম্বুলেন্স চালক আমির গুরুং ও তাঁর সঙ্গীরা। কিন্তু আমীর এক মৃতের পরিবারের সঙ্গে বাদুনাবাদে জড়িয়ে পড়লে, আমীরের উপর চড়াও হয় ওর। বন্ধুবান্ধব সহ প্রহৃত হন আমির। খবর পেয়েই তাঁকে দেখতে যান নীরজ। জানতে পান গোটা রাত ঘুমোতে পারেননি আমির। এদিকে শ্মশানেও মৃতদেহ জমছে খবর আসে। আর দেরি করেননি নীরজ। সিদ্ধান্ত নেন শেষকৃত্য সারবেন নিজের হাতেই।
advertisement
নীরজের কথায়, প্রতিদিন যে ব্যথা সাধারণ মানুষ অনুভব করেন তাই ছুঁয়ে দেখতে চাইছিলেন তিনি, পাশাপাশি পাশে দাঁড়াতে চাইছিলেন আমিরদের। তাঁর কথায়, শুধু পিপিই পরতেই দুঘণ্টা লেগে যায়। আমি একদিন এই কাজটা করলাম। আমিররা প্রতিদিন করে। ওদের পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি। আমি জেলা হাসপাতালেও কথা বলেছি ওদের চিকিৎসার সুব্যবস্থা করতে। সুরক্ষার জন্য কথা বলেছি পুলিশের সঙ্গে। এখানেই থমকে থাকেননি দার্জিলিং সাংসদ রাজু বিস্তার সঙ্গেও কথা বলেন নীরজ।
advertisement
advertisement
নীরজের বয়স মাত্র ৩৬। তিনিই কনিষ্ঠতম গোর্খা বিধায়ক। সামনে লম্বা পথ পড়ে রয়েছে তাঁর জন্য়। দার্জিলিংয়ে এখনও বৈদ্যুতিন চুল্লি নেই। নীরজ জানালেন যত শিগগির সম্ভব সেই ব্যবস্থা করবেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 7:27 PM IST