Siliguri News: নারী দিবসেই শিলিগুড়ির রাস্তায় প্রকাশ্যে শাশুড়িকে কুপিয়ে খুন! জখম স্ত্রী-আটক জামাই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Siliguri News: আশঙ্কাজনক স্ত্রী শাকিনা বিবি। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে দাবি আত্মীয়দের।
শিলিগুড়ি: শিলিগুড়ির রাস্তায় প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য! জেলা হাসপাতালের উল্টো দিকে ব্যস্ততম রাস্তায় স্ত্রী ও শাশুড়ির পেটে ধারালো চাকু দিয়ে এলোপাথারি কোপ দিল যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ি রুকসানা খাতুনের।
আশঙ্কাজনক স্ত্রী শাকিনা বিবি। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে দাবি আত্মীয়দের। বছর সাতেক আগে শাকিনার সঙ্গে বিয়ে হয় মহম্মদ শাহিদের। ঝামেলা চলছিল বলে পরিবার সূত্রে খবর।
advertisement
মাস কয়েক আগে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকত শাকিনা। এর আগেও তার স্বামী আরও একবার খুনের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের কথায়, মেয়েকে দোকানে কাজে ছাড়তে এসেছিলেন মা। রাস্তায় দেখা হয় ওই যুবকের সঙ্গে।
advertisement
সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। আচমকাই চাকু বের করে এলোপাথাড়ি চালাতে থাকে শাহিদ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্ত্রী। স্থানীয়রা ধরে ফেলে ধৃতকে। বেঁধে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেয়। তদন্ত শুরু শিলিগুড়ি থানার পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 12:29 PM IST