North Bengal Tourism: উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন? এই নিয়মগুলি না মানলে পড়তে হতে পারে পুলিশি চক্করেও!

Last Updated:

পর্যটন ব্যবসাকে সুরক্ষিত করতে এবং পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের গতিবিধি লক্ষ্য রাখতে বিশেষ প্রযুক্তির ব্যবহার শুরু করল জেলা প্রশাসন (North Bengal Tourism)।

#জলপাইগুড়ি: পর্যটন ব্যবসাকে সুরক্ষিত করতে এবং পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের গতিবিধি লক্ষ্য রাখতে বিশেষ প্রযুক্তির ব্যবহার শুরু করল জেলা প্রশাসন (North Bengal Tourism)। রিসর্টে থাকা পর্যটকদের পরিচয় জেলা পুলিশকে জানানোর জন্য বিশেষ প্রযুক্তির ব্যবস্থা করা হল। সোমবার সেই প্রযুক্তির বিষয়ে রিসর্ট মালিক ও প্রতিনিধিদের জানানো হয়। সোমবার মূর্তির একটি বেসরকারি রিসর্টে জেলা পুলিশের তরফে ওই প্রযুক্তির বিষয়ে হাতে কলমে বিস্তারিত ভাবে বলা হয়।
জানা গিয়েছে, মোবাইল বা কম্পিউটারে ওই প্রযুক্তির মাধ্যমে রিসর্টে থাকা পর্যটকদের পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সেই তথ্য সরাসরি চলে যাবে জেলা পুলিশের কাছে। এদিন জলপাইগুড়ি ডি আই বি ওয়ান-এর আধিকারিক দেবব্রত ঝা-সহ অন্যান্য আধিকারিকরা যাবতীয় বিষয়ে রিসর্ট মালিকদের সেই বিষয়ে বোঝান। সতর্কতা নিতে বলেন।
এই পদ্ধতির ফলে কোন রিসর্টে কোন পর্যটক আছেন, তা সহজেই জানতে পারবে পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রিসর্ট মালিকেরা। রিসর্ট মালিক শেখ জিয়াউল রহমান, পরিমল রাউথ, দেবকমল মিশ্র-রা বলেন, 'এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই আমরা রিসর্টে থাকা পর্যটকদের পরিচয় জানাতে পারব পুলিশকে। ফলে সুবিধা হবে আমাদের।' কোনও রকম বেআইনি কাজ, ভুয়ো পরিচয় এবং অপরাধ এই পদ্ধতিতে আটকানো যাবে বলেই মনে করা হচ্ছে। এদিনের ওই সভায় মূর্তি, বাতাবাড়ি, মাথাচুলকা, ধূপঝোরা, চালসা, মঙ্গলবাড়ি ইত্যাদি এলাকার বেসরকারি রিসর্টের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Tourism: উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন? এই নিয়মগুলি না মানলে পড়তে হতে পারে পুলিশি চক্করেও!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement