শিলিগুড়িতে সিপিআইএমের পুরসভা অভিযানে ধুন্ধুমার, নেতৃত্বে অশোক ভট্টাচার্য

Last Updated:

Siliguri Municipality Avijan Cpim agitation: পালটা প্রাক্তন মেয়রকে আক্রমণ মেয়র গৌতম দেবের, পরবর্তীতে এই ধরনের আন্দোলন শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি!

#শিলিগুড়িঃ বেহাল পুরপরিষেবার অভিযোগ তুলে সিপিএমের অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি পুরসভা। এ দিন শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পুরসভা অভিযানে যায় সিপিএম। পুরসভার সামনে পুলিশি ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় সিপিআইএম নেতা-কর্মীদের। শেষ পর্যন্ত ব্যারিকেড ভাঙার পর বন্ধ থাকা পুরসভার প্রধান গেটও ভেঙে ফেলে আন্দোলনকারীরা। তারপর ঢুকে পড়ে পুরসভা ক্যাম্পাসে। দ্বিতীয় গেটেও চলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ব্যপক ধাক্কাধাক্কি। শেষে পুরসভার সামনে অবস্থান, বিক্ষোভে বসে তারা।
প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ৬ মাস ধরে ক্ষমতায় বসেছে তৃণমূল। নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু চেয়ারে বসার পর কোনও উন্নয়নমূলক কাজ হয়নি শহরে। ভেঙে পড়েছে শহরের নিকাশি ব্যবস্থা। বহু ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল পৌঁছয়নি। রাস্তাঘাটের অবস্থাও বেহাল। অথচ হেলদোল নেই পুরসভা কর্তৃপক্ষের। এমনকী যানজটে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। এসজেডি-এর ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলা হয়।
advertisement
advertisement
এ দিন পুরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা, কাউন্সিলররা একযোগে আক্রমণ করেন পুরসভা কর্তৃপক্ষকে। তাদের দাবি, অবিলম্বে শহরের হাল ফেরাতে হবে। কথা নয়, কাজ করতে হবে। নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।
advertisement
অন্যদিকে, মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার পালটা আক্রমণ করেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে। তাঁদের দাবি, দীর্ঘদিন বামেরা পুরসভায় ছিল। তারা আন্দোলন করছে, করুক। কিন্তু বিশৃঙখলতা কেন? আমরা চাইলেই আন্দোলনকারীদের পাঁচ মিনিটে সরিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা গনতন্ত্রে বিশ্বাসী। তাই আজ করিনি। তবে পরবর্তীতে এই ধরনের আন্দোলন হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। যদিও সিপিএম নেতৃত্ব মনে করছে, আজকের এই আন্দোলন অনেকটাই দলীয় কর্মী, সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে। দাবি আদায় না হলে ফের পুরসভা অভিযান হবে। ওই অভিযানে আরও বেশি জমায়েত হবে।
advertisement
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে সিপিআইএমের পুরসভা অভিযানে ধুন্ধুমার, নেতৃত্বে অশোক ভট্টাচার্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement