শোল পোড়া, পাঁচ ভাজা, পোলাও...কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মা তারা বন্দনা

Last Updated:
Kaushiki Amavasya 2022 Puja at Tarapith Temple : আজ রাজবেশে সাজিয়ে পঞ্চব্যঞ্জনে ভোগ দেওয়া হয়েছে তারা মাকে। বিশেষ ভোগে রয়েছে শোল মাছ পোড়া, পাঁচ রকমের ভাজা, পোলাও। 
1/6
*তারাপীঠে কৌশিকী বন্দনা। করোনাকাল কাটিয়ে তারাপীঠে ভক্তদের ঢল। আজ কৌশিকী অমাবস্যায় তারা মায়ের বিশেষ পুজো। 
*তারাপীঠে কৌশিকী বন্দনা। করোনাকাল কাটিয়ে তারাপীঠে ভক্তদের ঢল। আজ কৌশিকী অমাবস্যায় তারা মায়ের বিশেষ পুজো। 
advertisement
2/6
*আজ রাজবেশে সাজিয়ে পঞ্চব্যঞ্জনে ভোগ দেওয়া হয়েছে তারা মাকে। বিশেষ ভোগে রয়েছে শোল মাছ পোড়া, পাঁচ রকমের ভাজা, পোলাও। 
*আজ রাজবেশে সাজিয়ে পঞ্চব্যঞ্জনে ভোগ দেওয়া হয়েছে তারা মাকে। বিশেষ ভোগে রয়েছে শোল মাছ পোড়া, পাঁচ রকমের ভাজা, পোলাও। 
advertisement
3/6
*তারাপীঠের মন্দিরে ভক্তদের ভিড়৷ গত দু'বছর করোনা অতিমারির কারণে আসতে পারেননি পুণ্যার্থীরা৷ তারাপীঠে প্রতিবছর কৌশিকী অমাবস্যায় পাঁচ লক্ষের বেশি ভক্তের সমাগম হয়ে থাকে।
*তারাপীঠের মন্দিরে ভক্তদের ভিড়৷ গত দু'বছর করোনা অতিমারির কারণে আসতে পারেননি পুণ্যার্থীরা৷ তারাপীঠে প্রতিবছর কৌশিকী অমাবস্যায় পাঁচ লক্ষের বেশি ভক্তের সমাগম হয়ে থাকে।
advertisement
4/6
*তবে গত দু'বছর ধরে করোনা সংক্রমণের জন্য ভক্তদের ভিড়ের ক্ষেত্রে লাগাম টানা হয়েছিল। রীতিনীতি মেনে পূজার্চনা হলেও বাকি ভক্তদের অবাধ প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। 
*তবে গত দু'বছর ধরে করোনা সংক্রমণের জন্য ভক্তদের ভিড়ের ক্ষেত্রে লাগাম টানা হয়েছিল। রীতিনীতি মেনে পূজার্চনা হলেও বাকি ভক্তদের অবাধ প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। 
advertisement
5/6
*তবে এ বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ ফলে সে সুযোগ ছাড়েননি ভক্তরা৷ নিরাপত্তারও কোনও ঘাটতি নেই৷ আঁটোসাঁটো নিরাপত্তাতেই হবে আরাধনা৷ ৩০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে৷ রয়েছে অ্যান্টি ক্রাইম টিম৷
*তবে এ বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ ফলে সে সুযোগ ছাড়েননি ভক্তরা৷ নিরাপত্তারও কোনও ঘাটতি নেই৷ আঁটোসাঁটো নিরাপত্তাতেই হবে আরাধনা৷ ৩০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে৷ রয়েছে অ্যান্টি ক্রাইম টিম৷
advertisement
6/6
*মহিলাদের নিরাপত্তায় বিশেষ সুরক্ষা বাহিনীও থাকছে৷ যে কোনও অপরাধ এড়াতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে৷ তবে একটা কারণেই এ বার ভক্তদের মন খারাপ৷
*মহিলাদের নিরাপত্তায় বিশেষ সুরক্ষা বাহিনীও থাকছে৷ যে কোনও অপরাধ এড়াতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে৷ তবে একটা কারণেই এ বার ভক্তদের মন খারাপ৷
advertisement
advertisement
advertisement