Siliguri Municipal Elections : শিলিগুড়ি পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির! প্রার্থীপদ না পাওয়ায় বিক্ষোভ

Last Updated:

Siliguri Municipal Elections : মেয়র পদপ্রার্থী কে তা জানায়নি গেরুয়া শিবির। যদিও দলীয় সূত্রের খবর, শঙ্করকে সামনে রেখেই লড়বে তারা।

শিলিগুড়ি পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির! প্রার্থীপদ না পাওয়ায় বিক্ষোভ
শিলিগুড়ি পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির! প্রার্থীপদ না পাওয়ায় বিক্ষোভ
#শিলিগুড়ি: শিলিগুড়ি পুরভোট (Siliguri Municipal Elections) দখলে মরিয়া গেরুয়া শিবির। লোকসভা এবং বিধানসভায় ভালো ফল করাকে পুঁজি করেই বাইশের পুর নির্বাচনেও প্রথমবার শিলিগুড়ি পুরসভা জিততে চায় তারা। বুধবার দিনভর বৈঠক করে রাতে চূড়ান্ত তালিকা তৈরি করে তারা। রাতেই ৪৭টি ওয়ার্ডেই প্রার্থীদের নাম ঘোষণা করে পদ্ম শিবির। ২৪ নং ওয়ার্ড থেকে লড়ছেন শঙ্কর ঘোষ। নান্টু পাল লড়বেন ১২ নং ওয়ার্ড থেকে। তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পাল ১১ নং ওয়ার্ড থেকে। তৃণমূলে থাকাকালীন এই দুই ওয়ার্ড থেকেই জয়ী হয়েছিলেন পাল দম্পতি।
সিপিএম ছেড়ে আজ বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেলেন শালিনী ডালমিয়া। লড়বেন ৮ নং ওয়ার্ড থেকে। তবে মেয়র পদপ্রার্থী কে তা জানায়নি গেরুয়া শিবির। যদিও দলীয় সূত্রের খবর, শঙ্করকে সামনে রেখেই লড়বে তারা। সাংসদ রাজু বিস্তা বলেন,"যারা পশ্চিমবঙ্গে বিরোধী, শিলিগুড়ির উন্নয়নের বিরোধী, তাদের সঙ্গে আমাদের লড়াই। যাদের আগে ক্ষমতায় দেখেছে এই শহরবাসী, যারা পরীক্ষিত এবং ব্যর্থ হয়েছে, তাদের সরিয়ে নতুনের হাতে শিলিগুড়ি তুলে দিতে চাই। আর কলকাতার সঙ্গে শিলিগুড়িকে তুলনা করলে চলবে না। এখানকার ভোটাররা অনেক সচেতন। কলকাতা পুরভোটের মতো সন্ত্রাস এখানে করলে তা তৃণমূলের পক্ষে পলিটিক্যাল স্যুইসাইড হবে।" সেইসঙ্গে যারা বিজেপির টিকিট পাননি, তাঁদের আশ্বস্ত করে বলেন, "ওঁরা দলের সম্পদ, সংগঠনে প্রয়োজন তাঁদের।"
advertisement
advertisement
শঙ্কর ঘোষ বলেন, "এখন আমাদের লক্ষ্য সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে পুরবোর্ড গঠন। তারপর ঠিক করা হবে কে কোন পদ পাবেন। আমি একজন দলের কার্যকর্তা। দল আমাকে দাঁড়াতে বলেছে। বাম-কংগ্রেসের আর কোনও সম্ভাবনাই নেই। তাই বামেদের কে মুখ হল, তা আমাদের কাছে বড় বিষয় নয়।"
advertisement
এদিকে টিকিট না পেয়ে বিক্ষোভ বিজেপি কার্যালয়ে। বিক্ষোভ দলের সাংসদ রাজু বিস্তার সামনে। বিক্ষোভ দেখান বিজেপি কর্মী প্রদীপ চৌধুরী। ২ নং ওয়ার্ডে তাঁকে প্রার্থী করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগড়ে দেন তিনি প্রকাশ্যে।
advertisement
এই প্রসঙ্গে শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া, "৪৭টি ওয়ার্ড। প্রার্থী হওয়ার জন্যে ৪০০ থেকে ৪৫০ জনের বেশী নাম এসেছিল। তাদের মধ্যে অনেকে যোগ্য কার্যকর্তা রয়েছে। অনেকের পক্ষে সেই প্রত্যাশা পূরণ না হলে সাময়িক ক্ষোভ হয়। এটাকে বড় করে দেখছি না।" পালটা প্রতিক্রিয়া শঙ্কর ঘোষের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Municipal Elections : শিলিগুড়ি পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির! প্রার্থীপদ না পাওয়ায় বিক্ষোভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement