West Bengal Election 2021 5th phase: বিমলে হ্যাঁ রোশনে না! ভোট দিতে না পেরে অভিমানী রোশন গিরি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ভোট দিতে না পেরে হতাশ রোশন নিজেকে ঘর বন্দি করেই রাখলেন।
#দার্জিলিং: তিন বছর গা ঢাকা দিয়ে থাকার পর ফিরেছিলেন পাহাড়ে। কিন্তু ভোট দিতে পারলেন না রোশন গিরি। অভিযোগ বারবার ভোটার লিস্টে নাম তোলার আবেদন করা সত্ত্বেও নাম ওঠেনি তালিকায়। ভোট দিতে না পেরে হতাশ রোশন নিজেকে ঘর বন্দি করেই রাখলেন।
২০১৭ সালে পাহাড়ের অশান্তির পরে বিমল ও তাঁর অনুগামী পাহাড় ছেড়ে চলে যান। তখনই তাঁদের নাম বাদ যায়। ২০২০ সালের নভেম্বরে ফের পাহাড়ে ফেরার পরে শুরু করেন লিস্টে নাম তোলার তোরজোর। বিমল গুরুং-সহ বাকিদের নাম ভোটার লিস্টে এলেও নাম নেই রোশনের। রোশনের দাবি, তিনি আবেদন করেছিলেন। যদিও তিনি ভোট দিতে পারলেন না।
advertisement
রোশন গিরির কথায়, "আমি এই দেশের নাগরিক। আমার হতাশ লাগছে। আমি ভোটে প্রচার করলাম কিন্তু ভোট দিতে পারলাম না। এর জন্য কে দায়ী আমি জানি না।"
advertisement
প্রসঙ্গত এদিন সকালেই ভোট দিয়েছেন বিমল গুরুং। এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন নিউজ১৮কে। সে কথা জানাতেই হতাশ রোশন গিরি বললেন, "আমাকে হতাশ করেছে গোটা বিষয়টা। কাকে দোষ দেব আমি? বিমল দাজুর নাম অবধি এল। আমার বিরুদ্ধে এত মামলা নেই। তাও আমি ভোট দিতে পারলাম না।"
advertisement
নভেম্বরে পাহাড়ে ফেরেন রোশন গিরি। কার্শিয়াং মোটর স্ট্যান্ডে একটি সভা থেকে স্পষ্ট ঘোষণা করেন বিজেপির সঙ্গে আর নয়। বিজেপি প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই আনুগত্য প্রকাশ করেন রোশন। গুরুংয়ের জন্য তাঁকে একাধিক সভা আয়োজন করতেও দেখা যায়। যদিও বিনয়-অনীতদের সঙ্গে কোনও সমঝোতা করতে চাননি রোশন। মমতা বন্দ্যোপাধ্যায় শত চেষ্টাতেও এক করতে পারেননি দুই দলকে।
advertisement
প্রসঙ্গত সকাল ৯ পর্যন্ত মোট ভোট পড়েছে ১৬.১৫%। দার্জিলিংয়ে ভোট পড়েছে ১৪.৭৩%। কালিম্পং-এ ভোট পড়েছে ১৪%।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2021 10:55 AM IST