5th Phase Bengal Election: মুখে দিদির জয়গান, সকাল সকাল ভোটের লাইনে বিমল গুরুং

Last Updated:

বিজেপির সঙ্গে ১৪ বছরের সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর বিমল গুরুংয়ের পাখির চোখ তৃণমূলের জয়।

#দার্জিলিং: তিন বছরে সব বদলে গিয়েছে। আগে কম করে ৫০ জন পার্সোনেল ঘিরে রাখত রাস্তায় বেরোলে। আজ তিনি প্রায় একা, কিন্তু লক্ষ্যে অবিচল। বিজেপির সঙ্গে ১৪ বছরের সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর বিমল গুরুংয়ের  (Bimal Gurung) পাখির চোখ তৃণমূলের জয়।
এদিন সকাল সকাল ভোট দিলেন বিমল গুরুং। চোখেমুখে দেখা গেল সেই চেনা আত্মবিশ্বাস। বললেন, "জয় নিশ্চিত আমাদের। পাহাড়ের মানুষের সাথে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে।।আমাদের সাথে করেছে।"
আপাতত মুখের কথাটা সত্যি করাই বড় চ্যালেঞ্জ বিমল গুরুংয়ের। কারণ পরিসংখ্যান বলছে ২০১৯ সালের উপনির্বাচনে দার্জিলিংয়ে যেতে বিজেপি। এমনকি লোকসভাতেও তিনটি আসনেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বিমল গুরুং জয় দেখছেন তাঁর নিজের যুক্তিতে। তাঁর কথায়,   মানুষ পাহাড়ে শান্তি আর উন্নয়নের হয়ে ভোট দেবেন। দিদি সরকার গঠন করবে।
advertisement
advertisement
বিমল গুরুং আসলে ভোট চাইছেন বঞ্চনার বিরুদ্ধে। ১৪ বছর বিজেপির ঘর করেও ১১ জনজাতির তফশিলি স্বীকৃতি জোটেনি। গোর্খাল্যান্ড তো অনেক দূরের কথা। কিন্তু কাঁটা যে আছে তাও তাঁর অজানা নয়।
বিনয়-অনীত ফ্যাক্টর আমার কাছে নয়। বিনয় শিবির তরুণ তুর্কিদের মাঠে নামিয়ে দিয়েছে। পাহাড়ে এতদিন মাটি কামড়ে পড়েছিলেন তাঁরাই। অবশ্য গুরুং মুখে বলছেন, বিনয় অনীতরা কোনও ফ্যাক্টর নয়।
advertisement
তৃণমূল নেত্রী সর্বান্তকরণে চেয়েছিলেন দুই মোর্চা যাতে এক হয়ে যায়। তা হয়নি। মমতা বন্দ্যোপাধ্য়ায় অবশ্য আশ্বাস দিয়েছে যে জিতবে সে দলের সঙ্গে  কাজ করবে। বিনয় শিবির প্রতীক হিসেবে পেয়েছে বাঁশি। আর তিনি পেয়েছন টেবিল। বিজেপির প্রতীক ভুলে পাহাড় কি এই নতুন প্রতীককে বাছবে! উত্তরটা এড়িয়ে গেলেন বিমল গুরুং। বরং প্রত্যাবর্তনের গল্প শোনালেন। বললেন,  ২০১৯ সালের ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পেরে ভালো লাগছে।। নিজের ঘরে ফিরে ভালো লাগছে আমার।
advertisement
এদিন তাঁকে খাদা পড়িয়ে দেন আশা গুরুং, তাঁর স্ত্রী। সাথে ছিল দই আর মন্দিরের ফুল। লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন গোটা পরিবার। আশেপাশে সেই আগের ভিড় নেই ঠিকই, বিনয় গুরুং আগের মতোই আছেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
5th Phase Bengal Election: মুখে দিদির জয়গান, সকাল সকাল ভোটের লাইনে বিমল গুরুং
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement