টিকিট দেয়নি দল, নির্দল হয়েই শিলিগুড়ির ভোট যুদ্ধে তৃণমূলত্যাগী নান্টু!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "ওনার মুখ দেখে লড়েও জেতা হয়নি...
#শিলিগুড়ি: নির্দল হয়েই লড়ছেন তৃণমূলত্যাগী নান্টু পাল। শিলিগুড়ি আসন থেকেই লড়বেন। দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় এই সিদ্ধান্ত। প্রার্থীর নাম ঘোষণার দিনেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষও করেছিলেন। নিজের সিদ্ধান্তে অটুট থাকলেন তিনি। দল থেকে পদত্যাগও করেছেন সস্ত্রীক নান্টু পাল। তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পালও কাউন্সিলর ছিলেন তৃণমূলের। বর্তমানে ২ জনেই ওয়ার্ডের কো-অর্ডিনেটর। দল থেকে দূরত্ব বাড়ছিল। এখনও তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়নি। তবে নাছোড় নান্টু। তিনি ভেবেছিলেন তিনিই হবেন তৃণমূলের প্রার্থী। না হওয়াতেই মনোক্ষুন্ন হয়ে পড়েন। আর সোমবার সরকারি ভাবে ভোটে লড়ার কথা ঘোষণা করেন। নির্বাচনে প্রতিপক্ষ কে? চটজলদি জবাব, "তৃণমূল বা বিজেপি নয়, মূল লড়াই অশোক ভট্টাচার্যের সঙ্গে।
অশোকবাবুকে আর চাইছে না সাধারণ মানুষ। ওনার কোনো উন্নয়ন নিয়ে সুপরিকল্পনা নেই। দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। পুরসভার মেয়র হয়েছেন। কিন্তু বাস্তবে কিছুই পায়নি শিলিগুড়ি। সর্বত্রই অনুন্নয়নের ছোঁওয়া।" আর বিজেপি প্রার্থী আগে ওই দলটাকে চিনুক। এখনও ওঁর হাতে চে'র ট্যাটু। ও কোনো ফ্যাক্টরই নয়। অশোকবাবুর বিরুদ্ধেই লড়াই। কেননা তৃণমূল প্রার্থী শিলিগুড়ির জল, বায়ু আগে চিনুক, বললেন নান্টু পাল। মঙ্গলবার থেকেই মন্দিরে পুজা দিয়ে প্রচারে নামবেন তিনি। বুধবার মনোনয়ন জমা দেবেন। আজই একাধিক ওয়ার্ডে বুথ অফিসের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি বলেন, শীঘ্রই ইস্তেহার প্রকাশ করবেন। জিতলে ক্ষমতায় যে আসবে তাদেরকেই সমর্থন জানাবেন বলেও ঘোষণা করেছেন।
advertisement
আক্রমণ করেন তৃণমূলনেত্রীকে। "মমতা বন্দোপাধ্যায়ের মুখ দেখে ভোট হলে বাড়ির কাজের লোককে দাঁড় করালেই হয়। যদি তা হত তাহলে আগের নির্বাচনগুলিতে শিলিগুড়িতে হারত না। বাইচুং ভুটিয়ার মুখ, মমতা বন্দোপাধ্যায়ের মুখও তো জেতেনি।" বললেন সদ্য তৃণমূলত্যাগী নান্টু পাল। "আমি ওর সম্পর্কে কিছু বলবো না। আমি ৪৬ বছর একটি রাজনৈতিক ঘরানায় আছি। একজন ৫-৬ বার দল বদলকারীর প্রসঙ্গে কিছু বলবো না।" পালটা বললেন গৌতম দেব।
advertisement
advertisement
এর আগে ২০০৬ সালে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। সেইবার রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন অশোক ভট্টাচার্য। তবে এবারে তাঁর আশা, শহরবাসীর আশীর্বাদ তিনিই পাবেন।
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2021 10:02 PM IST