Sikkim News: প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! বেড়াতে গিয়ে আটকে পড়লেন হাজারেরও বেশি পর্যটক

Last Updated:

গ্যাংটক-লাভা-গরুবাথান হয়ে নামতে শুরু করেছে গাড়ি। পর্যটকেরা সিকিম থেকে এই রাস্তা দিয়েই আসছেন শিলিগুড়ি। তবে সময় লাগছে লাগছে ৮-৯ ঘণ্টা।

+
প্রবল

প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! বেড়াতে গিয়ে আটকে পড়লেন হাজারেরও বেশি পর্যটক

শিলিগুড়ি: টানা বৃষ্টি তিস্তার গ্রাসে তলিয়ে গিয়েছে তিস্তা বাজার এলাকা। সেই ধসে ক্ষতিগ্রস্থ জাতীয় সড়ক ৷ এর জেরে ব্যাহত যান চলাচল৷ সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসা গাড়িগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ এর ফলে সমস্যায় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা।
প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে হড়পা বানে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত সিকিম এবং বাংলার যোগাযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। আর সে কারণেই পর্যটকদের বিকল্প পথ দিয়ে নামিয়ে আনতে লাগছে অতিরিক্ত সময়।সিকিমে এই মুহূর্তে আটকে রয়েছেন প্রায় ২০০০ পর্যটক। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই পর্যটকেরা ধীরে ধীরে নামতে শুরু করেছেন সমতলে। ১০ নম্বর জাতীয় সড়ক যেহেতু নষ্ট হয়ে গেছে তাই সিকিমে রসদ পৌঁছতেও হচ্ছে সমস্যা।
advertisement
advertisement
সূত্রের খবর, পুরোটা না হলেও সিকিমের কিছু এলাকায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আটকে থাকা পর্যটকদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মীরা। প্রশাসনের দাবি, পর্যটকরা সকলেই সুস্থ রয়েছেন।
advertisement
তবে গ্যাংটক থেকে পেডং আলগারা, লাভা, গোরুবাথান, ডামডিম, সেবক হয়ে আসা যাওয়া করা হচ্ছে শিলিগুড়িতে। এছাড়াও গ্যাংটক থেকে রানিপুল, সিংতাম, রংপো, নামথাং, নামচি, জোরথাং, সিংলা হয়েও আরেকটি রুট রয়েছে৷ এই দুই রুটেই গাড়ি চলাচল করতে পারছে৷ গ্যাংটক-লাভা-গরুবাথান হয়ে নামতে শুরু করেছে গাড়ি।পর্যটকেরা সিকিম থেকে এই রাস্তা দিয়েই আসছেন শিলিগুড়ি।
advertisement
তবে সময় লাগছে লাগছে ৮-৯ ঘণ্টা। মহারাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে সিকিম ঘুরতে এসেছিলেন অজয় যাদব , তিনি বলেন, “আমরা যখন সিকিম গিয়েছিলাম তখন সমস্ত কিছু ঠিকই ছিল তবে দু চার দিনে যেভাবে বৃষ্টিপাত হয়েছে সেদিনের একাধিক জায়গায় ধস নেমেছে। জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমাদের অনেকটা পথ ঘুরে আসতে হল। চার ঘন্টার জায়গায় ৮-৯ ঘণ্টা সময় লাগছে।’
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim News: প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! বেড়াতে গিয়ে আটকে পড়লেন হাজারেরও বেশি পর্যটক
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement