Girl Child: ‘পাতালেই’ শেষ ছোট্ট প্রাণ, ১৭ ঘণ্টার নিস্ফল চেষ্টা! ৫০০ ফুট বোরওয়েলে কীভাবে পড়ে গেল দেড় বছরের শিশুকন্যা? গুজরাতে মর্মান্তিক কাণ্ড
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Girl Child: ৫০০ ফুট গভীর বোরওয়েল পড়ে যায় দেড় বছরের শিশু কন্য। ১৭ ঘণ্টা ধরে ছোট্ট প্রাণকে বাঁচানোর জন্য শেষমেশ ব্যর্থ। গুজরাতের ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে।
গুজরাত: ৫০০ ফুট গভীর বোরওয়েল পড়ে যায় দেড় বছরের শিশু কন্য। ১৭ ঘণ্টা ধরে ছোট্ট প্রাণকে বাঁচানোর জন্য শেষমেশ ব্যর্থ। গুজরাতের ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে।
গুজরাতের আমরেলি জেলার সুরাজরপুরা গ্রামে ৫০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় দেড় বছরের ছোট্ট শিশু কন্যা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা। শিশুটিকে উদ্ধারের জন্য ১৭ ঘণ্টা অভিযান চালায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। শনিবার অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ছোট্ট শিশুকে। পরে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
আরও পড়ুন: জেলবন্দী সন্তান, মৃত্যুর সঙ্গে লড়ছে বাবা…! রক্ত দেওয়ার লোক নেই… অবশেষে এগিয়ে এলেন জেলরক্ষীরা
advertisement
এনডিআরএফ-এর থেকে জানান হয়েছে, যে বোরওয়েলটি ৫০০ ফুট গভীর। বাচ্চাটি ৫০ ফুট গভীরতায় আটকে যায়। জানা গিয়েছে বাচ্চাটি খেলতে খেলতেই বোরওয়েলে পড়ে যায়।
advertisement
ভোর ৫টার দিকে শিশুকন্যাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তত্ক্ষণাত্ প্রাথমিক চিকিত্সাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 12:17 PM IST