Sikkim Flood: বৃষ্টি থামার কোনও নাম নেই, BRO-র তৎপরতায় সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু

Last Updated:

Sikkim Flood: অপারেশন স্বস্তিক এর মাধ্যমে প্রায় ৫০ জন পর্যটককে প্রথম দফায় উদ্ধার করে লাচুং থেকে মংগনে নিয়ে আসা হয়েছে।

+
সিকিমে

সিকিমে পর্যটকদের উদ্ধারকাজ শুরু

সিকিম: লাগাতার বৃষ্টির জেরে বেহাল অবস্থা সিকিমে। আবহাওয়ার উন্নতি হওয়ার কোনও লক্ষণই নেই। কিন্তু অবশেষে সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ শুরু হয়েছে। যোগাযোগ স্থাপন করা সম্ভব হল উত্তর সিকিমের সঙ্গে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এবং ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন হয়েছে। প্রজেক্ট স্বস্তিক অপারেশন শুরু হয়েছে সিকিমে।
ঝড়-বৃষ্টি, ধসের মধ্যেই চলছে দুঃসাহসিক উদ্ধার কাজ করছে বিআরও।প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যেই BRO-র অক্লান্ত প্রচেষ্টায় ফের একবার ধসে বিধ্বস্ত উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। মংগন জেলার গুয়াহাটি বেসের ডিফেন্স পাবলিক রিলেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, ‘রাস্তা থেকে বড় বড় পাথরের টুকরো সরাতে একাধিক মেশিন এবং শ্রমিক নিয়োগ করা হয়েছিল।
advertisement
advertisement
অধিকাংশ রাস্তায় বর্তমানে সাফ করা গিয়েছে।সিকিম সরকারের তরফে এয়ারলিফেটর মাধ্যমে ওই পর্যটকদের উদ্ধারের ভাবনাচিন্তা করা হয়েছিল ৷ কিন্তু সেটাও সম্ভব হয়নি খারাপ আবহাওয়ার কারণে ৷বিআরও প্রায় দু’দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করে ৷ ফলে আবার উত্তর সিকিমের সঙ্গে সড়কপথে আবার যোগাযোগ স্থাপন সম্ভব হয় ৷
advertisement
উত্তর সিকিমের বিপদসংকুল পাহাড়ি পথ টুং থেকে মঙ্গন পর্যন্ত পায়ে হেঁটে সরিয়ে আনা হয়। প্রথম ব্যাচে মোট ৯ জন পর্যটক ছিলেন। তাঁরা সকলেই চুংথাংয়ের গুরুদুয়ারায় আটকে পড়েছিলেন।বৃষ্টির মধ্যেই ধসে ক্ষতিগ্রস্ত একাধিক দুর্গম পথ পার করে পর্যটকদের হেঁটে আসতে হয়েছে। উদ্ধারকারী দলটি অত্যন্ত যত্ন সহকারে এবং নিরাপত্তা মাধ্যমে উদ্ধারকাজটি পরিচালনা করেছে। আটকে থাকা পর্যটকদের মধ্যে সমীর গুপ্তা বলেন, “আমরা দশ দিন আগে সিকিমে ঘুরতে এসেছিলাম প্রবল বৃষ্টিপাতের ছেলে আমরা লাচুং -এ ফেঁসে যাই। বিয়ারের তৎপরতায় আজ আমরা বিপদ মুক্ত জায়গায় এসেছি। তাদের অনেক অনেক ধন্যবাদ।’
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Flood: বৃষ্টি থামার কোনও নাম নেই, BRO-র তৎপরতায় সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement