Shocking Incident in Farakka: প্রতিবাদ করায় চরম শাস্তি, কেটে নেওয়া হল কান, ভয়ঙ্কর ঘটনা ফারাক্কায়!
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
আবার রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা৷ গায়ে গুটকার পিক ফেলার জন্য তীব্র প্রতিবাদ করেছিলেন গৃহবধূ৷ এরপরই তাঁকে বেধড়ক মারধোর ও তাঁর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।
কেদার নাথ প্রামানিক, ফারাক্কা: আবার রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা৷ গায়ে গুটকার পিক ফেলার জন্য তীব্র প্রতিবাদ করেছিলেন গৃহবধূ৷ এরপরই তাঁকে বেধড়ক মারধোর ও তাঁর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে৷ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নগরী গ্রামে।
advertisement
আহত গৃহবধুর নাম পিঙ্কি মন্ডল৷ সূত্রের খবর, তিনি বুধবার নিজের বাড়িতে বিড়ি বাঁধছিলো। পিঙ্কি জানিয়েছেন, ‘‘আমি যখন বিড়ি বাঁধছিলাম, প্রতিবেশী যুবক জানালা থেকে আমার উপর গুটকার পিক ফেলে৷ আমি তখন তার প্রতিবাদ করি৷ তারপরই আমাকে সে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ও কান ছিঁড়ে দেয়।’’
advertisement
আরও পড়ুন: ফের কলকাতায় ভয়ঙ্কর আগুন, জ্বলছে লর্ডসের মোড়ের সন্ধ্যাবাজার! ১৬ ইঞ্জিনেও নেভানো যাচ্ছে না
গৃহবধূর চিৎকার শুনে পার্শ্ববর্তী বাসিন্দারা ছুটে এসে গৃহবধূকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার দুই দিন পর ফারাক্কা থানায় গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 2:34 PM IST