Shivratri 2024: পুকুরের জলেই ঘটে অলৌকিক ঘটনা! শিব মন্দিরে কী ঘটে? জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Shivratri 2024: কী হয় এই পুকুরে? কেন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন? জানলে আপনিও যেতে চাইবেন
শিলিগুড়ি : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিব মন্দির গুলির মধ্যে অন্যতম শিলিগুড়ি সংলগ্ন চাঁদমনি চা বাগানের শিব মন্দির। সামনেই মহা শিবরাত্রি। এই অঞ্চলের মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য।শিলিগুড়ির মানুষ ছাড়াও ভিড় জমান তরাই, ডুয়ার্স ও পাহাড় থেকে আসা বহু মানুষ। কথিত আছে, এই মন্দিরের পুকুরের জল দিয়েই শিব ঠাকুরের অভিষেক করা হয়েছিল এখানে এবং এই পুকুরের দুটো মাছ ছিল যার নাকে নথ পরানো ছিল। এই পুকুরের জল এতটাই পবিত্র ছিল যে এখানে মানত করলে তাদের মনের ইচ্ছে পূর্ণ হতে বলে আজও মানুষের বিশ্বাস। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ ।
শিলিগুড়িতে অবস্থিত শিব ঠাকুরের মন্দির গুলির মধ্যে অন্যতম এই মন্দির। মন্দিরকে আজও মানুষের মধ্যে উন্মাদনা কম নেই। দূর দুরন্ত থেকে আজও ভক্তরা এইখানে পুজো দিতে ছুটে আসে। মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্র বলেন, ” মন্দিরের পাশেই অবস্থিত পুকুরের জল দিয়ে এই মন্দিরের অভিষেক করা হয়েছিল। জল এতটাই পবিত্র মনে করা হত যে ভক্তরা এই জলে স্নান করে তবেই মন্দিরে প্রবেশ করে শিব লিঙ্গে জল ঢালত।” তিনি আরও জানান, বহুদূরান্ত থেকে ঋষি মুনিরা মহা শিবরাত্রির দিন এখানে এসে উপস্থিত হতেন ।আজও তাঁরা আসেন।
advertisement
advertisement
শিব পুজোকে ঘিরে প্রতিবছর চারদিন ব্যাপি মেলার আয়োজন করা হয় থাকে এখানে। এবছর আবার কোভিডের পর বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পুজো চলাকালীন মন্দিরে ভক্তদের জন্য ভোগের ও আয়োজন করা হয় চার দিনই ভোগের ব্যবস্থা থাকে সকলের জন্য।মন্দিরের পুরোহিত সরোজ কুমার মিশ্র জানান, “এ বছর ফের বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও চার দিনব্যাপী এই মেলা চলবে। এ বছরও বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ!”
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 7:59 PM IST