Jalpaiguri News: লোকাল ১৮ -এর খবরের জের, রাতে শুয়ে তারা গোনার দিন শেষ শান্তি মণ্ডলের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ শান্তি মন্ডলের
জলপাইগুড়ি: ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ! অসহায় শান্তি মন্ডলের স্বপ্নপূরণ, রাজ্য আবাস যোজনায় অবশেষে মিলছে পাকাবাড়ি। রাস্তার পাশ থেকে শাক কুড়িয়ে বিক্রি করেই দিন কাটত জলপাইগুড়ির সানুপাড়ার বাসিন্দা শান্তি মন্ডলের। একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনওরকমে জীবন চালান তিনি। রাতে শুয়ে থাকলে আকাশের তারা গুনতেন, বর্ষায় ঘরের এক কোণে কোনোরকমে ঠাঁই নিতেন, কারণ ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়ত বৃষ্টি। সরকারি আবাস যোজনার তালিকায় তার নাম ছিল না, কারণ নথিপত্র জোগাড় করাও ছিল তার কাছে অসম্ভব।
তবে তার অসহায় অবস্থার কথা এলাকাবাসীরা চুপচাপ মেনে নেননি। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সদস্যরা একাধিকবার জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের কাছে আবেদন করেন, যাতে শান্তি মন্ডল আবাস যোজনার সুবিধা পান। বিষয়টি গুরুত্ব দিয়ে বিডিও নিজে শান্তিদেবীর বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। অবশেষে, রাজ্য আবাস যোজনার তালিকায় উঠে এসেছে শান্তি মন্ডলের নাম। শুধু তাই নয়, তার রেশন কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত নথি সংশোধনের ব্যবস্থাও করেছেন বিডিও মিহির কর্মকার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তার ঘর তৈরির কাজ। প্রশাসনের এমন ভূমিকার জন্য খুশি স্থানীয় মানুষও। শান্তি মন্ডল বলেন, “এতদিন ছেলেকে নিয়ে কত কষ্ট করেছি, এবার হয়ত মাথার ওপর একটা নিরাপদ ছাদ পাব।” স্থানীয় বাসিন্দারা বলছেন, “লোকাল ১৮ প্রথম তার বিষয়ে খবর করেছিল, এরপরই প্রশাসন এগিয়ে আসে।” এখন সকলের একটাই আশা—শান্তি মন্ডলের নতুন ঘর যেন দ্রুত তৈরি হয়ে যায়, যাতে আর কষ্টে দিন কাটাতে না হয় তাকে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 04, 2025 5:26 PM IST
