Train Cancelled: উত্তরবঙ্গে বহু ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তনের ঘোষণা রেলের! পুজোর আগে যাত্রীদের প্রবল ভোগান্তি
- Published by:Ratnadeep Ray
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train cancelled: ট্রেনের পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রাঙাপানি স্টেশনে পরিকাঠামো সংক্রান্ত কাজ শুরু করা হয়েছে।
কাটিহার: ট্রেন পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং যানজট হ্রাসের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রাঙাপানি স্টেশনে পরিকাঠামো সংক্রান্ত কাজ শুরু করা হয়েছে। এর ফলে একাধিক ট্রেন বাতি ল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৮ ও ২৯ সেপ্টেম্বর তারিখে ট্রেন নং. ০৭৫২০ (শিলিগুড়ি জং.-মালদা কোর্ট) ডেমু এবং ট্রেন নং. ০৭৫১৯ (মালদা কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু বাতিল করা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর ট্রেন নং. ০৭৫০৮ (শিলিগুড়ি জং.-রাধিকাপুর) ডেমু এবং ট্রেন নং. ০৭৫০৭ (রাধিকাপুর-শিলিগুড়ি জং.) ডেমু বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। ২৪ ও ২৬ সেপ্টেম্বর ট্রেন নং. ১২৩৭৭ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) পদাতিক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জং.-নিউ জলপাইগুড়ি হয়ে চলাচল করবে। ২৫ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস, ২৯ সেপ্টেম্বর ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-সাব্রুম) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর ট্রেন নং. ১৯৬০১ (উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৬৪৩ (পুরী-কামাখ্যা) এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর ট্রেন নং. ১২৫০৯ (এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি) সুপার ফাস্ট এক্সপ্রেস।
advertisement
২৭ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৬৩৫ (ওখা-গুয়াহাটি)দ্বারকা এক্সপ্রেস। ২৮ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৩১৪১ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) তিস্তা তোর্সা এক্সপ্রেস। ২৮ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৩১৪৭ (শিয়ালদহ-বামনহাট) উত্তরবঙ্গ এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং.-আলুয়াবাড়ি রোড হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে ২৪ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল)অরুণাচল এক্সপ্রেস। ২৫ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৪০৭ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর)কর্মভূমি এক্সপ্রেস। ২৬ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৫৬৪৪ (কামাখ্যা-পুরী) এক্সপ্রেস। ২৬ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ০৫৯৫২ (নিউ তিনসুকিয়া-এসএমভিটি বাঙ্গালুরু) স্পেশাল। ২৫ ও ২৭ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৩৬৪ (হলদিবাড়ি-কলকাতা) সুপার ফাস্ট এক্সপ্রেস। ২৮ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস। ২৮ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এক্সপ্রেস। ২৮ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৫৬২৬ (আগরতলা-দেওঘর) এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৫৬৫৫ (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাটরা) এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৩১৪২ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৩১৪৮ (বামনহাট-শিয়ালদহ) উত্তরবঙ্গ এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৩৪৪ (হলদিবাড়ি-শিয়ালদহ) দার্জিলিং মেল। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৩৪৬ (গুয়াহাটি-হাওড়া) শরাইঘাট এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল)নর্থইস্ট এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১২৩৭৮ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) স্পেশাল। শিলিগুড়ি জং.-ঠাকুরগঞ্জ-আলুয়াবাড়ি রোড হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে ২৯ সেপ্টেম্বর, তারিখের ট্রেন নং. ১৯৩০৬ (কামাখ্যা-ড. আম্বেদকর নগর) এক্সপ্রেস।
advertisement
ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ২৯ সেপ্টেম্বর, তারিখে যাত্রার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২২৩৪ (পাটনা-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসটি পাটনা জং. রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে আড়াইটেয়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 4:39 PM IST