Hospital: থর থর করে কাঁপুনি...! ওষুধ খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একাধিক প্রসূতি, কী হল এই হাসপাতালে? বিরাট চাঞ্চল্য

Last Updated:

Hospital: বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ।গুরুতর অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার গভীর রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

ডঃ নন্দিতা পালশেটকর বলেন যে আজকাল মহিলারা ৩০ বছরের আগে বিয়ে করেন না, তাই ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে প্রথম সন্তান ধারণ করা একটি উত্তম এবং ব্যবহারিক সীমা হিসেবে ধার্য করা যেতে পারে।
ডঃ নন্দিতা পালশেটকর বলেন যে আজকাল মহিলারা ৩০ বছরের আগে বিয়ে করেন না, তাই ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে প্রথম সন্তান ধারণ করা একটি উত্তম এবং ব্যবহারিক সীমা হিসেবে ধার্য করা যেতে পারে।
বালুরঘাট: বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ।গুরুতর অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার গভীর রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর ওষুধ দেওয়া হয়েছিল রোগীদের। সেই ওষুধ দেওয়ার পরেই একাধিক প্রসূতি রোগীরা থর থর করে কাঁপতে শুরু করেন৷ পাশাপাশি ব্যাপক শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ৷
বিষয়টি নিয়ে রোগীর পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি করতেই শোরগোল পড়ে যায় বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শিশু জন্ম দেওয়ার পর প্রায় ৮-১০ জন প্রসূতি রোগী অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে রোগীর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালে চিকিৎসক নার্স এবং বিশেষজ্ঞরা। সমস্যা আরও গুরুতর হওয়ায় হাসপাতালের প্রসূতি রোগীদের ওয়ার্ডে ছুটে আসেন হাসপাতালে সুপার,ডেপুটি সুপার-সহ অন্যান্যরা। রাতে তড়িঘড়ি ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
advertisement
এদিকে রোগীদের পরিবারের ক্ষোভ থাকায় ছুটে আসে বালুরঘাট থানার আইসি-সহ অন্যান্যরা। তবে সঠিক কী নিয়ে এই সমস্যা তা নিয়ে ধন্দে পরিবার। তবে এবিষয়ে স্বাস্থ্য দফতরের সমস্ত আধিকারিকরা ব্যস্ত থাকায় কারোর বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সকালে শিশু জন্মের পর এক প্রসূতির মৃত্যুও হয়েছে। এরপরই প্রসূতি মায়েদের শিশু নিয়ে ভর্তি করানো হয়েছে এবং তারা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
advertisement
অনুপ সান্যাল
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hospital: থর থর করে কাঁপুনি...! ওষুধ খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একাধিক প্রসূতি, কী হল এই হাসপাতালে? বিরাট চাঞ্চল্য
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement