Hospital: থর থর করে কাঁপুনি...! ওষুধ খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একাধিক প্রসূতি, কী হল এই হাসপাতালে? বিরাট চাঞ্চল্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hospital: বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ।গুরুতর অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার গভীর রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
বালুরঘাট: বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ।গুরুতর অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার গভীর রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর ওষুধ দেওয়া হয়েছিল রোগীদের। সেই ওষুধ দেওয়ার পরেই একাধিক প্রসূতি রোগীরা থর থর করে কাঁপতে শুরু করেন৷ পাশাপাশি ব্যাপক শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ৷
বিষয়টি নিয়ে রোগীর পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি করতেই শোরগোল পড়ে যায় বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শিশু জন্ম দেওয়ার পর প্রায় ৮-১০ জন প্রসূতি রোগী অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে রোগীর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালে চিকিৎসক নার্স এবং বিশেষজ্ঞরা। সমস্যা আরও গুরুতর হওয়ায় হাসপাতালের প্রসূতি রোগীদের ওয়ার্ডে ছুটে আসেন হাসপাতালে সুপার,ডেপুটি সুপার-সহ অন্যান্যরা। রাতে তড়িঘড়ি ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
advertisement
এদিকে রোগীদের পরিবারের ক্ষোভ থাকায় ছুটে আসে বালুরঘাট থানার আইসি-সহ অন্যান্যরা। তবে সঠিক কী নিয়ে এই সমস্যা তা নিয়ে ধন্দে পরিবার। তবে এবিষয়ে স্বাস্থ্য দফতরের সমস্ত আধিকারিকরা ব্যস্ত থাকায় কারোর বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সকালে শিশু জন্মের পর এক প্রসূতির মৃত্যুও হয়েছে। এরপরই প্রসূতি মায়েদের শিশু নিয়ে ভর্তি করানো হয়েছে এবং তারা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
advertisement
অনুপ সান্যাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 2:29 PM IST