Indian Railways GRP RPF: 'কোথায় যাচ্ছ? টিকিট দেখি'...ট্রেনের সব সিটে কম বয়সী মেয়ে! ফিস ফিস কথা, চোখে অদ্ভুত চাহনি! NJP স্টেশনে ছুটে এল GRP, RPF! তারপর...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Indian Railways GRP RPF: জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্স অঞ্চলের ৫৬ জন যুবতীকে জানানো হয়েছিল, তাদের বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে। কিন্তু বাস্তবে, তাদের তোলা হয় পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে, যার গন্তব্য বিহার!
শিলিগুড়ি: শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৫৬ যুবতীকে, যাদের বেসরকারি সংস্থায় চাকরির টোপে বিহার নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় নিউ জলপাইগুড়ি জিআরপি ও আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে এবং পরবর্তীতে তাদের পরিবারের হাতে তুলে দেয়।
সূত্র অনুযায়ী, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্স অঞ্চলের ৫৬ জন যুবতীকে জানানো হয়েছিল, তাদের বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে। কিন্তু বাস্তবে, তাদের তোলা হয় পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে, যার গন্তব্য বিহার! যুবতীদের কাছে কোনও ট্রেন টিকিট ছিল না, বরং কেবল কোচ ও বার্থ নম্বরের সিল মেরে দেওয়া হয়েছিল প্রত্যেকের হাতে।
advertisement
আরও পড়ুনঃ এক ফোঁটাও তেল লাগবে না, এবারে জলেই ভাজুন ফুলকো লুচি! সহজ কৌশল শেখালেন অভিজ্ঞ রাঁধুনি, বাসি হলেও শক্ত হবে না গ্যারান্টি
এদিন রাত ৯টা নাগাদ, এনজেপি স্টেশনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখে জিআরপি ও আরপিএফ কর্মকর্তাদের সন্দেহ হয়, শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রশ্নে ধরা পড়ে অসঙ্গতি। যুবতীরা জানায়, কলকাতার জিতেন্দ্র পাশওয়ান ও শিলিগুড়ির চন্দ্রিকা নামের এক মহিলা তাদের নিয়ে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ এই দু’জনকে স্টেশন থেকেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে একাধিক অসামঞ্জস্য ধরা পড়ে। তারা কোনও বৈধ নথি দেখাতে পারেননি, যেখানে প্রমাণিত হয় যে ওই যুবতীদের সত্যিই বেঙ্গালুরুতে কাজ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বছরে ৬০ দিন মেলে বন্য ‘এই’ সবজি! চিকেন, মটনের চেয়েও অনেক সুস্বাদু! ১০০০ টাকা কেজি, উপকারের তালিকা শেষ হয় না, নাম বলুন তো?
এই ঘটনাকে ঘিরে মানব পাচার চক্রের জড়িত থাকার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। কাজের নামে যুবতীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল, অথচ জানানো হয়েছিল বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে গোটা ঘটনার তদন্তে নেমেছে জিআরপি ও আরপিএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতার জিতেন্দ্র ও শিলিগুড়ির চন্দ্রিকাকে জেরা চলছে দফায় দফায়। পুলিশ জানিয়েছে, তদন্তে যদি পাচার চক্রের যোগসূত্র মেলে, তাহলে এই চক্রের পেছনে থাকা মূল পাণ্ডাদেরও দ্রুত হদিশ পাওয়ার চেষ্টা করা হবে।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 8:05 PM IST