বছর প্রথম রবিবারেই জঙ্গল সাফারিতে কী বিপত্তি! পর্যটকদের তাড়া করল গন্ডার... গেল গেল রব
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
স্থানীয় সূত্রের খবর, সকালের সাফারিতে পর্যটকদের তাড়া করে একটি গন্ডার। সাফারি গাড়ি পিছিয়ে রক্ষা পেয়েছেন পর্যটকেরা। বছরের প্রথম রবিবার জঙ্গলে সাফারিতে গিয়ে গন্ডারের তাড়া খেয়ে পর্যটকদের আতঙ্ক বেশ বেড়েছে।
রাজকুমার কর্মকার: শীত একেবারে জাঁকিয়ে। চলছে অবাধ ভ্রমণ। বর্ষবরণের রেশ এখনও কাটেনি। তাই পাহাড়, জঙ্গল, সমতল-সবেতেই ভিড়। তবে এরই মাঝে আরেক বিপদ। এবার পর্যটকদের সাফারি গাড়িকে লক্ষ করে তাড়া করে একটি গন্ডার। জলদাপাড়ার এহেন ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় সূত্রের খবর, সকালের সাফারিতে পর্যটকদের তাড়া করে একটি গন্ডার। সাফারি গাড়ি পিছিয়ে রক্ষা পেয়েছেন পর্যটকেরা। বছরের প্রথম রবিবার জঙ্গলে সাফারিতে গিয়ে গন্ডারের তাড়া খেয়ে পর্যটকদের আতঙ্ক বেশ বেড়েছে।
advertisement
এদিকে জঙ্গলের নিরাপত্তায় আরো একধাপ এগিয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলে বুনো জন্তুর হালহকিকত জানতে ২১০ টি আধুনিক ডবল সাইডেড ভিউ ট্র্যাপ ক্যামেরা বসালো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এই ট্র্যাপ ক্যামেরাগুলো ইনফ্রা রেড ও হোয়াইট ফ্ল্যাশ যুক্ত ট্র্যাপ ক্যামেরা। হোয়াইট ফ্ল্যাশের মাধ্যমে কম আলোতেও বন্য প্রাণীদের রঙিন ছবি তুলে ফেলতে সক্ষম হয় এই সব ক্যামেরা। আবার ইনফ্রা রেড ফ্ল্যাশের মাধ্যমে কম আলোতেও রাতের বেলা একেবারে ঝকঝকে ছবি তোলে এই ক্যামেরা। ভিডিও ও স্টিল দুই ধরনের ছবি তুলতেই সক্ষম এই সব ক্যামেরা। ২১৬ বর্গ কিলোমিটার জলদাপাড়া জাতীয় উদ্যানে ২১০ টি এই জাতীয় ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরাগুলো এমন জায়গায় বসানো হয়েছে যাতে ছোট থেকে বড় সব ধরনের বুনো জন্তুর ছবি ক্যামেরা বন্দি হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 12:44 PM IST









