Elephant Attack: চাল, ডিমের লোভে অঙ্গনওয়ারি কেন্দ্রে হানা হাতির! প্রথমবার নয়, একই কেন্দ্রে এই নিয়ে দু-দুবার
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ফের দ্বিতীয়বার হাতি আক্রমণ চালালো অঙ্গনওয়ারি কেন্দ্রে
আলিপুরদুয়ার: ফের দ্বিতীয়বার হাতি আক্রমণ চালালো নিমতি দোমোহনি অঙ্গনওয়ারি কেন্দ্রে। এবারেও অঙ্গনওয়ারি কেন্দ্রের টিনের চাল ভেঙে রেশন সামগ্রী খেয়ে চম্পট দিল হাতি।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুটি হাতি নিমতি এলাকায় ঘুরছিল। এই দুটি বুনো হাতিকে এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে বলে এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে। সন্ধে হলেই এলাকায় চলে আসে দুটি হাতি। তান্ডব চালায় এলাকায়।
advertisement
advertisement
গতকাল গভীর রাতে এলাকাবাসীরা আওয়াজ পেয়েছিলেন এলাকার ওই অঙ্গনওয়ারি কেন্দ্রটি ভাঙার। কিন্তু আতঙ্কের কারণে কেউ বের হননি। সকাল হতেই সকলে দেখতে পান অঙ্গনওয়ারি কেন্দ্রটি ভেঙে রয়েছে। কেন্দ্রের শিক্ষিকারা এসেও দেখেন এই পরিস্থিতি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেশনের চাল, ডিম কিছুই নেই। কেন্দ্রের শিক্ষিকারা বন দফতরের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এবার অঙ্গনওয়ারি কেন্দ্রটি তৈরি করে দেওয়া হয়। গতবারেও তৈরি করে দেওয়া হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। শিক্ষিকাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এবারেও যদি অঙ্গনওয়ারি কেন্দ্রটি ঠিক না করা হয়, তবে তারা আন্দোলনে নামবেন।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2025 3:25 PM IST







