School News: রবিবার স্কুল-কলেজ সব খোলা, তাহলে ছুটি কোনদিন? বাংলার এই এলাকায় অদ্ভুত নিয়ম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
School News: কী কারণে রবিবার খোলা সব স্কুল-কলেজ? সোমবার কেন বন্ধ? কারণ জানলে চমকে যাবেন।
উত্তর দিনাজপুর: দিনটা রবিবার। তবে এখানে তা ছুটির দিন নয়। সবাই যখন রবিবার থাকেন ছুটির মেজাজে তখন আর পাঁচটা দিনের মতোই সমান ব্যস্ততা চলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর এবং গ্রামের বিদ্যালয়গুলিতে। এদিন শিক্ষক পড়ুয়া সকলেই ভীষণ ব্যস্ত,কারণ এই স্কুলের ক্যালেন্ডারে রবিবার লাল কালির দাগ নেই।
রাজ্যের বাকি সব স্কুলে রবিবার ছুটি থাকলেও ব্যতিক্রম শুধুমাত্র কালিয়াগঞ্জের স্কুলগুলি। শুরু থেকেই রবিবার কাজের দিন এই স্কুলগুলিতে। ছুটি সোমবার। শুধুমাত্র একটি গ্রাম্য হাটের জন্য এখানে রবিবার ছুটির দিন বাতিল। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটি হাট হল কালিয়াগঞ্জের ধনকল হাট। বহু দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন সোমবার ব্যবসা বাণিজ্য করতে। ফলে এখানে এই হাটকে কেন্দ্র করে রোজগার হয় এই অঞ্চলের মানুষদের।
advertisement
আরও পড়ুন: শীতে ওজন বাড়ে, এই ৫ ‘ম্যাজিক’ পানীয় খেলে পেটের মেদ হুড়মুড়িয়ে ঝরবেই! চ্যালেঞ্জ নেবেন?
দশকের পর দশক এই নিয়মই মেনে চলছেন এখানকার মানুষরা।
advertisement
সময় বদলেছে কিন্তু বদল হয়নি এই ঐতিহ্যের। স্কুলের শিক্ষকরা বলেন, আর পাঁচজন যখন রবিবার ছুটি কাটায় বিভিন্ন জায়গায় তখন তাদের ক্লাস নিতে হয় ছুটির দিনেও। রবিবারের পরিবর্তে তারা ছুটি কাটান সোমবার। শিক্ষকরা বলেন, যেহেতু উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট বসে ধনকৈল সোমবার করে, তাই সেই হাট এর কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু বছর আগে থেকে।
advertisement
আরও পড়ুন: রোজ সকালে ১টা করে আমলকি খান, সারা বছর ডাক্তারের কাছে ছুটতে হবে না! মিলিয়ে নিন
শিক্ষকরা মনে করেন হাটের দিন যেহেতু প্রচুর মানুষের ভিড় হয় যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয় সেই জন্য ছাত্র-ছাত্রীদের পক্ষে স্কুলে আসা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত হয় বলে তারা জানান। শিক্ষকরা বলেন এমন নিয়ম এই তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই তাদের এখন আর মনে হয় না কিছু।
advertisement
পিয়া গুপ্তা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 6:10 PM IST