Summer Project: সামার প্রজেক্ট প্রদর্শনীতে উচ্ছাসিত স্কুল পড়ুয়ারা! সৃজনশীল প্রচেষ্টায় মুগ্ধ অভিভাবকরা

Last Updated:

স্কুল মানে শুধু পড়াশোনা নয়, গ্রীষ্মের ছুটিতে স্কুল ছাত্রদের মধ্যে সৃজনশীলতা কে তুলতে অভিনব উদ্যোগ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগ কর্তৃপক্ষের। এই এক্সজিবিশনে প্রায় ৫০০ জন পড়ুয়া নিজেদের হাতে তৈরি সামার প্রজেক্ট এই প্রদর্শনীতে উপস্থাপন করে।

+
ক্ষুদে

ক্ষুদে পড়ুয়াদের প্রতিভা তুলে ধরতে অভিনব উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের

সুস্মিতা গোস্বামী , দক্ষিণ দিনাজপুর : স্কুল মানে শুধু পড়াশোনা নয়, গ্রীষ্মের ছুটিতে স্কুল পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতাকে তুলে ধরতে অভিনব উদ্যোগ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগ কর্তৃপক্ষের। বালুরঘাটের সামার প্রজেক্ট প্রদর্শনীতে উচ্ছাসিত স্কুল পড়ুয়ারা। গ্রীষ্মকালীন ছুটিতে ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের উদ্দেশ্যে স্কুল শিক্ষা দফতরের নির্দেশে প্রজেক্ট তৈরির কাজ শুরু হয়। সেই অনুসারে বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও এই প্রদর্শনীতে অংশ নেয়। এই এক্সজিবিশনে প্রায় ৫০০ জন পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি সামার প্রজেক্ট এই প্রদর্শনীতে উপস্থাপন করে।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিগত প্রায় একমাস ছুটিতে পড়ুয়ারা বাড়িতে মাটি দিয়ে রকমারি জিনিস বানানো থেকে শুরু করে হাতের বিভিন্ন কাজ এবং সেই বিষয়ে বিস্তারিত লেখা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে এই দিন। স্কুল শিক্ষকদের দাবি, এ ধরনের উদ্যোগ জেলাতে এই প্রথমবার। পাশাপাশি ছুটিতে পড়ুয়ারা তাদের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে পাড়ায় অত্যন্তই খুশি। প্রজেক্টের বিষয়বস্তু নিজেরাই এদিন উপস্থিত অতিথিদের সামনে ব্যাখ্যা করে ক্ষুদে পড়ুয়ারা। যা তাদের আত্মবিশ্বাস ও উৎসাহ যোগায়।
advertisement
advertisement
এমনকি এদিন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় পড়ুয়াদের হাতের কাজ বা আঁকানো সহ একাধিক বিষয়ে। প্রতিভা অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয় স্কুলের পক্ষ থেকে। এই বিশেষ উদ্যোগ ও ক্ষুদে পড়ুয়াদের সৃজনশীল প্রচেষ্টায় সকলেই মুগ্ধ স্কুল শিক্ষক ও অভিভাবকরা। এই প্রদর্শনী পড়ুয়াদের মধ্যে ভবিষ্যত গড়ার প্রেরণা জোগাবে বলে মত প্রকাশ শিক্ষা মহলের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Summer Project: সামার প্রজেক্ট প্রদর্শনীতে উচ্ছাসিত স্কুল পড়ুয়ারা! সৃজনশীল প্রচেষ্টায় মুগ্ধ অভিভাবকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement