‘‘শীতলকুচি ঘটনায় পর আগামী দফা গুলিতেও রাজ্যে ভোট লুঠ হবে না’’- সায়ন্তন বসু
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শীতলকুচি ঘটনার কতটা প্রভাব নির্বাচনের আগামী চার দফায় পড়তে পারে এনিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি।
#মালদহ: শীতলকুচি ঘটনার ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করল বিজেপি। শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্ত হলেও আপত্তির কিছু নেই৷ প্রয়োজনের সিবিআই তদন্ত হওয়া উচিত। বুধবার মালদহের দলীয় প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, ‘‘শীতলকুচি ঘটনায় প্রয়োজনে সিবিআই তদন্ত হওয়া উচিত। তবে ওই ঘটনার ফুটেজ কমিশনের কাছে আছে। আগে ফুটেজ প্রকাশ করুক নির্বাচন দফতর। তাহলে যা সত্যি তা সকলেই দেখতে পাবেন।’’
শীতলকুচি ঘটনার কতটা প্রভাব নির্বাচনের আগামী চার দফায় পড়তে পারে এনিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। সায়ন্তন এদিন এ প্রসঙ্গে বলেন, ‘‘শীতলকুচির ঘটনার পর গুণ্ডারা ভয় পাবে। যাঁরা বুথ দখল করতে যাবে, ছাপ্পা দিতে যাবে,মানুষকে ভয় দেখাতে যাবে, তাঁরা ভয় পাবে।’’ মুখ্যমন্ত্রীর শীতলকুচি শহীদ মঞ্চে যাওয়াকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি সায়ন্তন বসু। এ প্রসঙ্গে তিনি বলেন,মুখ্যমন্ত্রী অপর নিহত আনন্দ বর্মনের পরিবারের কাছে গেলে ভাল হত, কিন্তু তা যাননি। কারণ তিনি "দুধেল গরু"দেখেছেন বলে ওখানে গিয়েছেন। দুধেল গরু দেখলেই ওনার ভোটের কথা মনে পড়ে।
advertisement
বিজেপি সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, পঞ্চায়েত ভোটে রাজ্যে একশো জন মারা গিয়েছেন । কিন্তু,উনি সেখানে যাননি। সায়ন্তন আরও বলেন, শীতলকুচির ঘটনার পর চারিদিকে প্রচার করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নিরীহ মানুষকে খুন করে দিয়েছে। কিন্তু, ২০১০ সালে কলকাতা পুরসভার ভোটে পাটুলিতে সিপিএমের পোলিং এজেন্ট বাপি ধর ওরফে অরবিন্দ ধর ত্রিপুরা স্টেট রাইফেলসের গুলিতে মারা যান। সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘ও নটরিয়াস ক্রিমিনাল, রিগিং করতে গিয়েছিল, গুলিতে মরে গিয়েছে।’’ সায়ন্তন আরও বলেন, ‘‘হিন্দুরা মরলে নটোরিয়াস ক্রিমিনাল, আর মুসলিমরা মরলে শান্তির দূত,- এমন প্রচার করা ঠিক নয়।’’
advertisement
advertisement
শীতলকুচি ঘটনায় পর আগামী দফা গুলিতেও রাজ্যে ভোট লুঠ হবে না বলে মন্তব্য করেন বিজেপি নেতা। যারা ভোট লুট করতে যাবেন তাঁরা বাঁধা পাবেন বলে জানিয়ে দেন তিনি। এদিন মালদহের ইংরেজ বাজারে সদরঘাট এলাকায় দলের চা-চক্রের অনুষ্ঠানে যোগদেন সায়ন্তন। উপস্থিত ছিলেন ইংরেজবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
advertisement
Sebak DebSarma
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2021 7:53 AM IST